বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শেষ হওয়ার পরপরই রাজস্থান রয়্যালস ছাড়তে একেবারে উঠে পড়ে লেগেছিলেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত সেই ইচ্ছেতেই পড়েছে সিলমোহর। রাজস্থান থেকে ট্রেড করে রবীন্দ্র জাদেজার বদলি হয়েই চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু (Sanju Samson In CSK)। তবে মহেন্দ্র সিং ধোনির দলের নেতা হিসেবে যে তাঁকে দেখা যাবে না সে কথা আপাতত নিশ্চিত। কেননা, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে CSK কে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কওয়াড়। কিন্তু মাঝপথে সমস্যা হলে ভাগ্যের জোরে ধোনির দলের অধিনায়ক হয়ে যেতে পারেন স্যামসন। এই মুহূর্তে সেই আশাতেই সময় কাটাচ্ছেন ভারতীয় তারকা। চেন্নাইতে আসার কারণও নাকি সেটাই। এক কথায়, মাহির অধিনায়ক হতে চান সঞ্জু।
ধোনির অধিনায়ক হওয়ার জন্যই চেন্নাইতে সঞ্জু?
IPL 2026 এ চেন্নাই সুপার কিংসের রিমোট কন্ট্রোল যে রুতুরাজের হাতে থাকবে সে কথা বলাই যায়। তবে মাঝপথে তাঁর পারফরমেন্সে ঘাটতি কিংবা আগের মতো চোটজনিত সমস্যা দেখা দিলে অধিনায়ক হয়ে যেতে পারেন সঞ্জু। এমনটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও এমন পরিকল্পনাই নাকি রয়েছে CSK ম্যানেজমেন্টের। আসলে চেন্নাই দলকে নেতৃত্ব দিতে চান সঞ্জুও। অকপটে সে কথা স্বীকার করলেন তিনি। জানালেন আরও এক সুপ্ত বাসনা।
সম্প্রতি রাজস্থান থেকে চেন্নাইতে আসা নিয়ে মুখ খুলে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু জানিয়েছেন, “চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হতে চাই আমি। ধোনির অধিনায়ক হয়েই এই দলটার সাথে খেলতে চাই। একজন নেতা হিসেবে প্রাক্তন অধিনায়কের পাশে থাকতে চাই। তাঁকে পুরোপুরি সমর্থন করতে চাই। সে যেমন সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথেই এগিয়ে যেতে চাই আমি।” সঞ্জু এও জানান, “আগামী দিনগুলিতে চেন্নাই সুপার কিংসে ধোনির সাথে সময় কাটাতে পারব, ড্রেসিংরুম ভাগ করতে পারব এগুলো ভেবেই ভাল লাগছে।”
অবশ্যই পড়ুন: দীর্ঘক্ষণ বন্ধ থাকবে টিকিট বুকিং পরিষেবা! মাথায় হাত রেল যাত্রীদের
CSK র প্রশংসায় পঞ্চমুখ সঞ্জু
এদিন, ধোনির দলের অধিনায়ক হওয়ার বাসনা প্রকাশ করার পাশাপাশি চেন্নাই সুপার কিংসের প্রশংসাও করেন ভারতীয় ক্রিকেটার। সঞ্জুকে বলতে শোনা যায়, “দীর্ঘদিন এই দলটার বিরুদ্ধে খেলেছি। যতবার এই দলের মুখোমুখি হয়েছি বুঝেছি কেন চেন্নাই এত বড় দল। কেন এত বড় ফ্রাঞ্চাইজি। CSK নামটা মাথায় এলেই প্রথমেই মনে হয় এটা বড় দল।” সবশেষে সঞ্জুর বক্তব্য, চেন্নাই দলকে নেতৃত্ব দিতে তার কোনও অসুবিধা নেই। রুতুরাজের অধীনে খেললেও দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য হবে ভারতীয় তারকার।