বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বহু যুদ্ধজয়ের কারিগর তিনি। দেশের জন্য ব্যাট হাতে রানের পাহাড় ভেঙেছেন মহেন্দ্র সিং ধোনি। 15 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে (MS Dhoni International Cricket Career) ভারতকে জিতিয়েছেন তিন তিনটি ICC ট্রফি। 2007 থেকে 2016 পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক থেকেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। নিজের দীর্ঘ কেরিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। কামিয়েছেন ভুরি ভুরি সম্মান। কিন্তু ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মাহির সবচেয়ে সেরা মুহূর্ত কোনটি? জানিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন সেনাপতি।
ধোনির কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি
মাহির আন্তর্জাতিক ক্রিকেট জীবনে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটি তা নিয়ে প্রায়শই বিতর্ক চলে ভক্তদের মধ্যে। এবার সেই বিতর্কে দাড়ি টানলেন খোদ ধোনি নিজেই। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে মাহি স্মরণ করালেন 2011 বিশ্বকাপ ফাইনালের কথা। সেই আসরে, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাহির ছক্কায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারতের বিশ্বজয়ের সাক্ষী থেকেছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তবে সেই ছয় মাহির জীবনের সেরা মুহূর্ত নয়।
ধোনি বললেন, “বিশ্বকাপ ফাইনালের শেষ বলের 15 থেকে 20 মিনিট আগের মুহূর্তটা। ওয়াংখেড়ে খুব একটা বড় মাঠ নয়। স্টেডিয়ামে চিৎকার হলে তা ভেতরেই থাকে। সেই সময়টায় স্টেডিয়াম থেকে ভেসে আসছিল বন্দেমাতরম ধ্বনি। তবে সকলে এক সুরে নয় বরং কখনও মাঠের একদিক থেকে কখনও ভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছিল সুর। মাঠের মাঝে দাঁড়িয়ে থেকে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। সেটাই ছিল আমার কেরিয়ারে সবচেয়ে সেরা মুহূর্ত। এই মুহূর্ত আমি কখনও ভুলবো না।”
এদিন মাহি একেবারে খোলাখুলি জানান, ভারত আরও ট্রফি জিতবে। ছেলেদের পাশাপাশি মেয়েরা চ্যাম্পিয়ন হবে। কিন্তু ওই মুহূর্ত আর ফিরে আসবে না। ঠিক ওই মুহূর্তটাকে ফিরিয়ে আনা কঠিন। ফাইনালের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের পরিবেশ যেভাবে বদলে গিয়েছে, প্রতিটা মুহূর্ত যেভাবে কেটেছে তা ফিরিয়ে নিয়ে আসা একপ্রকার অসম্ভব।
অবশ্যই পড়ুন: গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানাকে শাস্তি দিল ICC
উল্লেখ্য, শেষবারের মতো 2019 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মাহি। এরপর থেকে শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই খুঁজে পাওয়া যায় তাঁকে। তবে সূত্র যা বলছে তাতে IPL 2026 এর পর এই মঞ্চেও আর দেখা মিলবে না ক্যাপ্টেন কুলের। অর্থাৎ 2026 সিজনের পরই IPL থেকে অবসর নিতে পারেন ধোনি।