ধোনির দলে আসবে তারকা প্লেয়ার, এবার রবীন্দ্র জাদেজাকে ছাড়তে পারে CSK

CSK On Sanju Samson Ravindra Jadeja may be omitted from team csk

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ভারতীয় তারকা সঞ্জু স্যামসন। এ প্রসঙ্গে বহু আগেই ম্যানেজমেন্টকে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে এই খবরের ফাঁকে সঞ্জুকে দলে নিতে একপ্রকার উঠেপড়ে লেগেছে চেন্নাই সুপার কিংস (CSK On Sanju Samson)। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি সঞ্জুর সাথে কথা হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনিদের ম্যানেজমেন্টের। যদিও তা নিয়ে মুখ খুলতে নারাজ দুপক্ষের কেউই। এমতাবস্থায়, শোনা যাচ্ছে IPL জেতানো পুরনো তারকাকে ছেড়ে দিতে পারে CSK। কারণ হতে পারেন সঞ্জুই।

ধোনির বন্ধুকে ছেড়ে দিচ্ছে CSK?

Cricinfo র এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় তারকা সঞ্জুকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য দলে নিতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে CSK! এদিকে রাজস্থান তাঁকে আদৌ ছাড়বে কিনা তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এরই মাঝে শোনা যাচ্ছে, ভারতের অভিজ্ঞ ক্রিকেটার ওরফে চেন্নাইয়ের দীর্ঘদিনের সঙ্গী রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিতে পারে দলটি। মনে করা হচ্ছে, সঞ্জুকে দলে সই করাতে এই মহাতারকাকে নাকি ছেড়ে দিতে রাজি ধোনির দল।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় চেন্নাই সুপার কিংসের এক কর্তা নাকি জানিয়েছেন, “সকলেরই জানা যে আমরা সঞ্জুকে দলে নিতে কতটা আগ্রহী। চলতি ট্রেডিং উইন্ডোতেই আমরা ওকে দলে নিতে চেয়েছি। তবে রাজস্থান এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি। ওরা অবশ্য বিভিন্ন প্লেয়ারকে বিকল্প হিসেবে ভাবছে। কিন্তু আমরা আশা রাখছি হয়তো সঞ্জুকে চেন্নাই দলে দেখা যাবে!”

বলা বাহুল্য, 2012 সাল থেকে চেন্নাই দলে খেলছেন রবীন্দ্র জাদেজা। দলের বহু খারাপ সময়ে যেমন হাত গুটিয়ে বসে থাকেননি তিনি, তেমনই বহু যুদ্ধজয়ের পর একজন একনিষ্ঠ কারিগর হিসেবে উচ্ছাস প্রকাশ করেছেন জাদেজা। চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের সাথেও তাঁর সম্পর্ক বেশ গভীর। দীর্ঘদিন CSK তে খেলার কারণে দলটা একপ্রকার নিজের বাড়ির মতোই হয়ে গিয়েছে। এবার সেই দল থেকেই বাদ পড়তে হবে ভেবে বোধ হয় নিজের দুঃখকে বাঁধ দিয়ে আটকে রাখতে পারবেন না তিনি। তাও আবার যদি সতীর্থ সঞ্জু স্যামসনের কারণে হয়।

অবশ্যই পড়ুন: অষ্টম পে কমিশনে বাদ ৬৯ লাখ পেনশনভোগী! মাথায় বাজ অবসরপ্রাপ্তদের

প্রসঙ্গত, রাজস্থান দলের পরিচালন সমিতির সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতান্তরের কারণে শেষ পর্যন্ত RR ছাড়ার সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন। তড়িঘড়ি সেই সিদ্ধান্তের কথা জানান ম্যানেজমেন্টের কাছে। তবে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট কর্তাদের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আশানুরূপ জবাব পাননি তিনি। শোনা যাচ্ছে, সঞ্জু নিজেও চেন্নাই দলে খেলতে আগ্রহী। এদিকে রবীন্দ্র জাদেজার পাশাপাশি আর এক তারকা ক্রিকেটার স্যাম কারনকেও নাকি ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে চেন্নাই ম্যানেজমেন্টের!

Leave a Comment