বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনকে পাওয়ার শর্তেই দীর্ঘদিনের সঙ্গী রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। ফলে পুরনো দলেই ফিরতে হল ভারতের তারকা অলরাউন্ডার জাড্ডুকে। আপাতত যা খবর, 14 কোটিতে জাদেজার বিনিময়ে ট্রেড করা হয়েছে সঞ্জুকে। সেই সাথেই বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির পাশাপাশি জল্পনাকে সত্যি করে একাধিক পরিচিত মুখকে ছেড়ে দিয়েছে চেন্নাই (CSK IPL 2026 Retention List)। দলে পুনরায় জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি সহ একাধিক ভারতীয় ক্রিকেটার এবং বিদেশিরাও।
কাদের ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস?
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক প্রকার মাথা তুলেই দাঁড়াতে পারেনি এই 5 বারের চ্যাম্পিয়ন দলটি। মূলত সে কারণেই নতুন সিজনে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিল ধোনির চেন্নাই। সেই তালিকায় নাম উঠেছে, পরিচিত মুখ রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, স্যাম কারেন, দীপক হুডা, বিজয় শঙ্কর, শেখ রশিদ, মাথিশা পাথিরানা, কমলেশ নগরকোটি, রাহুল ত্রিপাঠী, বংশ বেদী এবং আন্দ্রে সিদ্ধার্থর।
কাদের ধরে রাখল CSK?
মুক্তি প্রাপ্ত ক্রিকেটারদের তালিকার মতোই জল্পনাকে সত্যি করে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন ভারতীয় মহাতারকা মহেন্দ্র সিং ধোনি। সেই মতোই ধরে রাখা প্লেয়ারদের তালিকায় তাঁকে জায়গা দিয়েছে চেন্নাই সুপার কিংস। মাহির পাশাপাশি জায়গা পেয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়, আয়ুষ মহাত্রে, ডিওয়াল্ড ব্রেভিস, উরভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নুর আহমেদ, খলিল আহমেদ, অংশুল কম্বোজ, গুরুজাপনীত সিং, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী এবং নাথান এলিসকে ধরে রেখেছে CSK।
অবশ্যই পড়ুন: বাদ রাসেল, ভেঙ্কটশ সহ একাধিক! কারা রইল দলে? রিটেনশন তালিকা দিল KKR
উল্লেখ্য, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে একাধিক প্লেয়ারকে ছেড়ে দেওয়ার দরুন এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হাতে প্রায় 43.40 কোটি টাকা রয়েছে। অর্থাৎ এই অর্থ দিয়েই আসন্ন 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামে প্লেয়ার কিনতে দর কষাকষিতে অংশ নেবে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি।