বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের ব্যর্থতাকে সরিয়ে রেখেই IPL 2026 এর জন্য ঘর গোছাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বিগত দিনগুলিতে ঝড়ের গতিতে প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ নিয়োগ করেছে শাহরুখ খানের দল। শেষবারের মতো, গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করে একাধিক পরিচিত মুখেদের ছেড়ে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। যেই তালিকায় থাকা ভেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেল নাম দুটো এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। যদিও ছেড়ে দেওয়া প্লেয়ারদের নিয়ে আফসোস নেই KKR এর। বরং নতুন সিজনের আগে নিলাম টেবিল থেকে দক্ষ প্লেয়ার কেনাই লক্ষ্য শহরের এই দলের (KKR IPL 2026 Auction)। এমতাবস্থায় শোনা যাচ্ছে, ধোনির দল চেন্নাই সুপার কিংস থেকে বিতাড়িত এক প্লেয়ারকে নাকি দলে ফেরাতে পারে KKR।
CSK থেকে বাদ পড়া এই প্লেয়ারকে দলে ফেরাতে পারে KKR
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডিকক থেকে শুরু করে মঈন আলি, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার সহ রহমানউল্লাহ গুরবাজের মতো প্লেয়ারদের ছেড়ে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। যদিও সেই সূত্রে কলকাতার হাতে বেঁচে আছে সবচেয়ে বেশি অর্থ। আর এই অর্থ সঠিক ভাবে কাজে লাগাতে চায় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। খেল নাও-এর এক রিপোর্ট বলছে, আসন্ন সিজনের জন্য দু একজন বিশ্বাসযোগ্য ব্যাটসম্যান চাইছে নাইট ম্যানেজমেন্ট। মূলত সে কারণেই মনে করা হচ্ছে চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়া রাহুল ত্রিপাঠীকে কম দামে ফের দলে টানতে পারে KKR।
যদিও, সাম্প্রতিককালে রাহুলের ফর্ম খুব একটা ভাল নয়। একটা সময়ে যে খেলোয়াড় কার্যত একাই দাপিয়ে প্রায় গোটা দলের রান তুলে দিতেন সেই খেলোয়াড়ই গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে 5 ম্যাচে অংশ নিয়েও মাত্র 55 রান করেছিলেন। যেখানে 2022 সিজনে 14 ম্যাচে অংশ নিয়ে রাহুলের রান ছিল 413। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, আসন্ন সিজনের আগে ফের রাহুলেই ভরসা রাখতে পারে নাইট ম্যানেজমেন্ট। আর যদি সেটা হয়, তবে পুরনো দলে ফিরে রান করে মান রক্ষা করতে হবে এই ভারতীয় ক্রিকেটারকে।
অবশ্যই পড়ুন: বাদ শুভমন সহ তারকা অলরাউন্ডার! দ্বিতীয় টেস্টে এই একাদশ নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া
উল্লেখ্য, 2017 সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে পা রাখেন রাহুল। প্রথম সিজনে IPL এ হাতেখড়ি দিয়েই দাপিয়ে খেলেছিলেন ত্রিপাঠি। সেবার এই ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে এসেছিল 391 রান। এরপর থেকে সময় যত এগিয়েছে দু একটি মরসুম বাদ দিয়ে রাহুলের ফর্ম তত ধাক্কা খেয়েছে। না বললেই নয়, 2020 এবং 2021 সিজনে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়েও মাঠে নেমেছিলেন রাহুল। সেক্ষেত্রে মনিশ পান্ডের মতো এই পুরনো সঙ্গীকে হয়তো ফের দলে টেনে নিতে পারে KKR, আপাতত এমনটাই আশা রাহুল ভক্তদের।