বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতকে হারানোর পরিকল্পনা সাজানোর দায়িত্ব দেওয়া হল একসময় টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো কোচের উপর। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেনকে (Gary Kirsten) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের বিরুদ্ধে নতুন নতুন ছক কষার দায়িত্ব দিয়ে দিল নামিবিয়া। আসলে, 2026 এর 20 ওভারের বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং নামিবিয়া। কাজেই গ্রুপ পর্বে বেশ কয়েকবার মুখোমুখি হতে দেখা যাবে এই দুই দলকে। আর সেখানেই টিম ইন্ডিয়াকে হারানোর নীল নকশা লিখবেন গ্যারি।
2011 তে ধোনির ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন গ্যারি
অনেকেই হয়তো জানবেন, মহেন্দ্র সিং ধোনির ভারতের 2011 সালের বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি। তিনিই সে সময় ভারতীয় দলের প্রধান কোচের আসন ধরে রেখেছিলেন। তাঁর দেখানো পথে হেঁটেই বিশ্বকাপে পাথর ভেঙেছিল টিম ইন্ডিয়া। এবার সেই গ্যারি হলেন নামিবিয়ার পরামর্শদাতা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দল ভারতকে কীভাবে হারাতে পারবে তারই ছক কষে দেবেন তিনি।
নামিবিয়া দলে নতুন দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি একেবারে খোলাখুলি জানিয়েছেন, “ক্রিকেট নামিবিয়ার সাথে নতুন যাত্রা শুরু করতে পেরে আমি যথেষ্ট খুশি। এই দলটার মনোভাব এবং আবেগ দেখে আমি সত্যিই মুগ্ধ হই। দলে অসাধারণ সব প্লেয়ার রয়েছেন। প্রত্যেকেরই মানসিকতা ভালো। এমনিতেও নামিবিয়ার পুরুষ দল ভাল ছন্দেই রয়েছে। ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের একটু সাহায্য করতে চাই।” এক কথায়, নামিবিয়া দলে যুক্ত হতে পেরে আনন্দিত গ্যারি।
অবশ্যই পড়ুন: “এবার কাকে দোষ দেবেন? উনিতো বড় …”, ইস্টবেঙ্গল হারতেই অস্কারের কাছে জবাব চাইলেন সন্দীপ
উল্লেখ্য, এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। তবে 2015 ও 2016 সিজনে দিল্লিকে সেভাবে সফলতা দিতে পারেননি তিনি। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেরও কোচ হিসেবে কাজ করেছেন এই মহারথী। তবে RCB কেও সফল করে তুলতে পারেননি তিনি। যদিও 2011 বিশ্বকাপে ভারতকে জেতানোর স্মৃতির জন্যই তাঁকে সমীহ করে চলেন বহু দিগ্গজ ক্রিকেটার। বলে রাখি, এ নিয়ে একটানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া। এবার সেই দলকে নিজের বাঁধা ধরা ছকে সফলতা এনে দিতে চাইছেন গ্যারি।