বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়ে ফের ঘরের ছেলে আন্দ্রে রাসেল ফিরেছেন KKR-এই। এই মুহূর্তে শাহরুখ খানের দলের পাওয়ার কোচ তিনি। তবে এমনটা যে হবে এর আঁচ পাননি কেউই। এরই মাঝে শোনা যাচ্ছে, আন্দ্রেকে ছেড়ে দেওয়ার নাকি কোনও পরিকল্পনাই ছিল না কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। একপ্রকার বাধ্য হয়েই ক্যারিবিয়ান দানবকে রিটেনশন তালিকা থেকে বাদ দিয়েছে বেগুনি সোনালী ম্যানেজমেন্ট। কিন্তু কেন? নেপথ্যে লুকিয়ে কোন কারণ?
এই কারণেই রাসেলকে ছাড়তে বাধ্য হয়েছিল KKR
ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স কখনই পুরনো সঙ্গী রাসেলকে হাতছাড়া করতে চাইনি। তারা নাকি এবারেও অন্দ্রেকে ধরে রেখেই দল সাজাতে চেয়েছিল। তবে ছাড়তে হয় এক বিশেষ কারণে। রিটেনশনের আগেই KKR ম্যানেজমেন্টার কাছে খবর এসে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস মাথিশা পাথিরানাকে ছেড়ে দিচ্ছে। আর সেটা হলে, তাদের কাছে 40 কোটি টাকা বেঁচে থাকবে। সেক্ষেত্রে রাসেলকে ধর রাখলে নিয়ম অনুযায়ী তাঁকে 18 কোটি টাকা দিতে তবে। ফলে পার্স মানি 64.30 কোটির বদলে 46.30 কোটি টাকা থাকতো।
রিপোর্ট বলছে, সবদিক ভেবেই চেন্নাই সুপার কিংসের সাথে নিলাম টেবিলের লড়াইয়ে এগিয়ে থাকতেই শেষ পর্যন্ত রাসেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা। এক কথায় CSK র সাথে লড়াই সহজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে রাসেলকে ছেড়ে দেওয়ার পর 12 কোটি টাকা বেঁচে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত আরও 6 কোটি টাকা বেঁচে গিয়েছে শাহরুখ খানের দলের। অন্যদিকে পাথিরানাকে ছেড়ে দিয়ে 43.40 কোটি টাকা নিয়ে নিলামে নামতে চলেছে মাহির দল।
অবশ্যই পড়ুন: শ্রীলঙ্কায় ত্রাণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ চাল পাঠাল পাকিস্তান? উঠল ভয়ঙ্কর অভিযোগ
উল্লেখ্য, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে স্পেনস জনসনের মতো 10 জন নামজাদা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সুবাদে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রাখলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে KKR কেই দলের সবচেয়ে বেশি ফাঁক ফোকর ভরাট করতে হবে। উল্লেখযোগ্য বিষয়, কুইন্টন ডি কক, গুরবাজ এবং লুভনিথ সিসোদিয়াকে ছেড়ে দেওয়ায় এই মুহূর্তে কলকাতার হাতে কোনও দক্ষ উইকেট কিপার নেই। ফলে সেই জায়গা ভরাট করার পাশাপাশি একজন ভাল ফিনিশার, অলরাউন্ড, পেসার সহ বেশ কিছু ভূমিকায় দক্ষ ক্রিকেটার কিনতেই নিলামে নামবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।