প্রীতি পোদ্দার, কলকাতা: মালদহের এক বিজেপি নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে! অভিযোগের তীর শাসকদলের দুই নেতার বিরুদ্ধে! খুন এবং ধর্ষণের হুমকির পাশাপাশি বিবস্ত্র অবস্থায় ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয় নেত্রীকে! ঘটনা জানাজানি হতেই অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। দিন কয়েক আগে মালদহের দেবোত্তর জমি দখল করে পার্টি অফিস তৈরি করা নিয়ে শোরগোল বাধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। আর এবার এই ঘটনাকে ঘিরে হুমকির অভিযোগ উঠল।
ঠিক কী ঘটেছে?
‘TV 9 এর’ রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে, মালদহের গাজোল এলাকায়। অভিযোগ উঠেছে সেখানে ২৪ বিঘার লক্ষ্মীনারায়ণ জিউ দেবোত্তর সম্পত্তি দখল করে নেয় বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী। আর দখলীকৃত জমিতেই তৃণমূল পার্টি অফিস তৈরি করে দেয়। সেই কাজে বাধা দিতে গেলে হামলা হুমকির মুখে পড়তে হয় বিজেপি নেত্রীকে। কিন্তু সেই হুমকি তোয়াক্কা না করেই পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁকে ফের খুনের হুমকি দেওয়া হয় প্রকাশ্যে। এরপরই সংবাদমাধ্যমে সেই অভিযোগ তোলায় ওই বিজেপি নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
#WATCH: ইংরেজবাজারে বিজেপি নেত্রীকে ধর্ষণের ‘হুমকি’
WATCH LIVE: https://t.co/Z9cGg0kjDs#Malda | #BJP pic.twitter.com/foI8RE91h2
— TV9 Bangla (@Tv9_Bangla) July 24, 2025
ভিডিও ভাইরালের হুমকি
এদিকে এই ঘটনায়, শুধু ওই মহিলা বিজেপি নেত্রীকেই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তা নয়, এর পাশাপাশি আরও এক মহিলাকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের ওই বিজেপি সদস্যার দাবি, শাসকদলের তরফে হুমকি দেওয়া হয়েছে যে তাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিয়ো ভাইরাল করা হবে। দিনের পর দিন এই হুমকি আসতেই চলেছে। আর এই ভয়ংকর অভিযোগ উঠেছে ওই এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এবং সক্রিয় তৃণমূলকর্মী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে।
আরও পড়ুন: ভিনরাজ্য দূর, এ রাজ্যেই শাসানির শিকার বাঙালি! তৃণমূল বিধায়কের ভিডিও পোস্ট শুভেন্দুর
অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার
যদিও এই ঘটনায় ওই বিজেপি নেত্রীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা বিশ্বজিৎ সেন। তাঁর দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। সাধারণ মানুষের কাছে আমাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করছে। আদতে এগুলো কিছুই হয়নি। অন্যদিকে গোটা ঘটনা প্রসঙ্গে সেখানকার বিডিও অনিরুদ্ধ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানিয়েছেন, অভিযোগের কথা শুনলাম। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।”