বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর এবার ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে ভারতের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করছেন বিহারের এই কিশোর। সুদূর বিদেশ থেকে খবর আসছে, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে চলতি যুব ওয়ানডে সিরিজে ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে একেবারে আগুন ঝরাচ্ছেন বৈভব। ইংল্যান্ডের সমবয়সী বোলারদের কাঁদিয়ে রানের পাহাড় গড়ে চলেছেন সূর্যবংশী।
তবে শুধু তাই নয়, এখনও পর্যন্ত যুবদলের ওয়ানডে সিরিজে 48 রান থেকে শুরু করে 45, এবং সর্বশেষ 86 রান করেছেন বিহারের এই ভূমিপুত্র। যার জেরে এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন তিনি। তবে বলে রাখি, ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে দাপুটে ইনিংস খেলে ইতিমধ্যেই ভারতের দুই প্রাক্তন তারকা যুবরাজ সিং ও সুরেশ রায়নাকে টপকে গিয়েছেন বৈভব। এখন লক্ষ্য 12 বছর আগের রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার।
দুই ভারতীয় কিংবদন্তির রেকর্ড গুঁড়িয়ে দিলেন বৈভব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ঝড় তোলার পাশাপাশি এবার ইংল্যান্ডের মাটিতেও নিজের ক্রিকেট দক্ষতা দেখিয়ে দর্শকদের তাক লাগাচ্ছেন বৈভব। বলে রাখি ইতিমধ্যেই ইংল্যান্ডে যুব ওয়ানডে সিরিজে দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে 277.41 স্ট্রাইক রেট নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ও সুরেশ রায়নার রেকর্ড ভেঙে ফেলেছেন বৈভব।
বলা বাহুল্য, 2000 সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 232 স্ট্রাইক রেটে 58 রান করেছিলেন যুবরাজ সিং। অন্যদিকে 2004 সালে স্কটল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ব্যাট ঘুরিয়ে 236.84 স্ট্রাইক রেটে 38 বলে 90 রান করেছিলেন সুরেশ রায়না। তবে আপাতত সেই দুই রেকর্ড ভেঙে দিলেন বিহারের কিশোর বৈভব সূর্যবংশী।
বলে রাখি, বর্তমানে জাতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন বৈভব। যদিও 2016 সালে নেপালের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে রুখে দাঁড়িয়ে 325 এর স্ট্রাইক রেটে 78 রান করে আজও প্রথম স্থানে ঋষভ পন্থ।
অবশ্যই পড়ুন: ইংরেজদের উপর দাদাগিরি, ৪৫ বছরের ইতিহাস বদলে দিলেন শুভমন গিল
12 বছরের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বৈভবের
বর্তমানে ইংল্যান্ডের মাটিতে যুব ওয়ানডে সিরিজে বৈভব সূর্যবংশী যে মেজাজে ব্যাট করছেন তাতে বহু বিশেষজ্ঞের দাবি খুব শীঘ্রই 12 বছরের পুরনো সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। আসলে, 2013 সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ব্যাট উঁচিয়ে মাত্র 15 বছর 338 দিন বয়সে সেঞ্চুরির রেকর্ড করেছিলেন সরফরাজ খান। কাজেই বৈভব যদি চতুর্থ ওয়ানডে ম্যাচে তিন অঙ্কের রান খাড়া করতে পারেন তবে যুব ওয়ানডেতে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে উঠবেন তিনি।