বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে বিপাকে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থা FSDL! এমতাবস্থায়, আগামী মরসুমে আদৌ ISL হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। সেই মর্মে, ইতিমধ্যেই একাধিক ক্লাবের সাথে বৈঠক করে ISL প্রসঙ্গে FSDL কর্তারা জানিয়েছিলেন, ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে সমস্যা না মিটলে ইন্ডিয়ান সুপার লিগে বল গড়াবে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, ফেডারেশনের বাইরের ব্যক্তিদের নিয়ে 3 সদস্যের কমিটি তৈরি হতে পারে।
আর সেই কমিটির সাথে আলোচনা করেই খুব সম্ভবত ভারতীয় ফুটবলের স্বার্থ রক্ষার্থে অস্থায়ী ভিত্তিতে আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিতে পারে FSDL। ফলত, নতুন মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ যে হচ্ছে তা আশা করাই যায়। তবে, ISL হোক বা না হোক, ফুটবলার সই করানোতে কোনও ত্রুটি রাখছে না মোহনবাগান। বলা চলে, সেই একই রাস্তায় হাঁটলেও ফুটবলারদের সই না করিয়েই অর্ধ চূড়ান্ত করছে ইস্টবেঙ্গল (East Bengal FC)।
ইস্টবেঙ্গলের নজরে একাধিক ফুটবলার
বেশ কিছু লাল হলুদ ঘনিষ্ঠ সূত্রে খবর, নতুন মরসুম শুরুর আগেই ফেডারেশনের চুক্তি নিয়ে জল ঘোলার মাঝে যথেষ্ট চিন্তায় ইস্টবেঙ্গল। যার প্রভাব পড়েছে ফুটবলার সই করানোর পর্বতেও। আসলে, ইস্টবেঙ্গল আশঙ্কা করছে, যদি শেষ পর্যন্ত ISL না হয় সেক্ষেত্রে, না খেলেই সমস্ত টাকা নিয়ে নেবেন সই করানো ফুটবলাররা। তাই নতুন নতুন ফুটবলার খুঁজে রাখলেও তাঁদের কারো সাথেই এই মুহূর্তে দীর্ঘমেয়াদি চুক্তি তো দূর, কোনও এগ্রিমেন্টেই যেতে চাইছে না ইস্টবেঙ্গল।
তবে ISL নিয়ে অনিশ্চয়তার মাঝে ফুটবলারদের পাকাপাকিভাবে সই না করালেও, একের পর এক নতুন ফুটবলারদের রাডারে ধরে রেখেছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সূত্র বলছে, বর্তমানে ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন এক তাবড় স্প্যানিশ ডিফেন্ডার। খোঁজ নিয়ে জানা গেল, তাঁর সাথে কথাবার্তা এক প্রকার পাকা করে ফেলেছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা না কাটলে ওই বিদেশির সাথে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছে না লাল হলুদ।
শুধু তাই নয়, বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী, দলের স্ট্রাইকার সমস্যা মেটাতে, এবার এক দুই নয়, একেবারে চারজন স্ট্রাইকারকে নজরে রেখেছে ইস্টবেঙ্গল। সূত্রের দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সবুজ সংকেত পেতেই তড়িঘড়ি ওই চার স্ট্রাইকারের মধ্যে থেকে একজন যোগ্যকে বেছে নিয়ে কার্যত মাঠে নেমে পড়বে কলকাতার এই ঐতিহ্যবাহী দল।
অবশ্যই পড়ুন: ভারতের পাশেই ছিল পৃথিবীর বিরলতম সম্পদ! তা দখল করে এখন চোখ রাঙাচ্ছে চিন
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার মেঘ যত ঘনাচ্ছে ততই যেন ফুটবলার সই করা কিছুটা হলেও পিছিয়ে আসছে দলগুলি, এমন ধ্যান-ধারণা বর্তমানে বহু ভক্তেরই। তবে তেমনটা কিন্তু বাস্তবে ঘটছে না। আসলে, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান বা মুম্বই সিটি এফসি, প্রায় সব দলই জানে আর যাই হোক, অস্থায়ী ভিত্তিতে চুক্তি বাড়িয়ে হলেও 2025-26 মরসুমে গড়াবে ISL।