সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কলকাতা শহরে রাতে চলাফেরা করতে ভয় পান? তাহলে আর চিন্তা নেই। এর কারণ কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এবার এমন এক ব্যবস্থা করা হয়েছে যার দরুণ যতই রাত হোক না কেন, আপনি নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে সক্ষম হবেন। আসলে এবারে মহিলাদের সুরক্ষার কথা ভেবে জায়গায় জায়গায় পিঙ্ক বুথের ব্যবস্থা করতে চলেছে পুলিশ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
মহিলাদের নিরাপত্তার স্বার্থে চালু হচ্ছে পিঙ্ক বুথ
মহিলাদের সঙ্গে লাগাতার শ্লীলতাহানি, ধর্ষণের মতো অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ সোমবার শহরজুড়ে পিঙ্ক বুথ চালু করার ঘোষণা করেছে। এই বুথগুলি সম্পূর্ণরূপে মহিলা পুলিশ দ্বারা পরিচালিত হবে, যাতে রাস্তায়, বিশেষ করে সূর্যাস্তের পরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশের প্রতিটি বিভাগকে এই নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের লক্ষ্য হল রাতে শহরে মহিলারা যাতে নিরাপদ বোধ করেন। সূত্রের খবর, কলকাতা পুলিশ ১০টি বিভাগে দুটি করে বুথ সহ গোলাপী বুথ স্থাপনের পরিকল্পনা করছে। স্থানগুলি চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই নাকি একটি সার্ভে সম্পন্ন হয়েছে এবং মোট ২০টি বুথ স্থাপন করা হবে। প্রতিটি বিভাগের গুরুত্বপূর্ণ মোড়ে বুথগুলি নির্বাচন করা হয়েছে। একজন পুলিশ কর্তা জানিয়েছেন যে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এগুলি স্থাপন করা হচ্ছে, যে কারণে এগুলিকে গোলাপী বুথ বলা হয়েছে। এই বুথগুলি রাতভর খোলা থাকবে। প্রতিটি বুথের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তা থাকবেন, যাদের সহায়তায় তিন থেকে পাঁচজন মহিলা কর্মী থাকবেন।
কী বলছে পুলিশ?
পিঙ্ক বুথের কার্যকারিতা সম্পর্কে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যদি কোনও মহিলা রাতে নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে পিঙ্ক বুথে যেতে পারেন। সেখানকার মহিলা পুলিশ তাকে সহায়তা করবে এবং প্রয়োজনে কিছু সময়ের জন্য বুথে থাকতে দেবে। যদি তিনি অভিযোগ দায়ের করতে চান, তাহলে কর্মীরা সংশ্লিষ্ট থানায় এবং প্রয়োজনে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে বিস্তারিত তথ্য পৌঁছে দেবেন। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” একই সাথে, কর্মকর্তা বলেন যে, যদি কোনও বিশেষ পরিস্থিতির কারণে কোনও মহিলা রাতে বাড়ি ফেরার জন্য যানবাহন খুঁজে না পান, তাহলে পিঙ্ক বুথের কর্মীরা তার জন্য একটি যানবাহনের ব্যবস্থা করবেন যাতে তিনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন।
মহিলাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা করার জন্য প্রতিটি থানায় নোডাল অফিসার হিসেবে মহিলা পুলিশ অফিসারদেরও নিয়োগ করা হচ্ছে। এই ব্যবস্থা প্রথমে কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব বিভাগের আওতাধীন সমস্ত থানায় গৃহীত হয়েছিল এবং এখন বাকি নয়টি বিভাগেও সম্প্রসারিত হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে মহিলাদের সাথে জড়িত বেশ কয়েকটি ক্ষেত্রে, অভিযোগকারীরা প্রায়শই স্টেশন কর্মীদের সাথে সম্পূর্ণ বিবরণ ভাগ করে নিতে দ্বিধা বোধ করেন। “এই ধরনের পরিস্থিতিতে, তারা নোডাল অফিসার হিসেবে মনোনীত মহিলা সাব-ইন্সপেক্টরের সাথে নির্দ্বিধায় কথা বলতে পারেন। এমনকি যদি তিনি সেই মামলার তদন্তকারী কর্মকর্তা নাও হন, তবুও তিনি যোগাযোগের বিন্দু হিসেবে কাজ করবেন এবং অভিযোগকারীকে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহায়তা করবেন,” জানিয়েছে পুলিশ।