বিক্রম ব্যানার্জী, কলকাতা: 9 সেপ্টেম্বর থেকে পুরো দমে শুরু হয়ে যাবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ঠিক তারপরের দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর। আর সেই আসরে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্টে পা বাড়ানোর আগেই নিজের নতুন লুক নিয়ে আত্মপ্রকাশ করলেন পান্ডিয়া। হার্দিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নেট পাড়ায় গা ভাসিয়েছে সেই ছবি।
হার্দিক পান্ডিয়ার নিউ লুক
22 গজে নিজের ক্ষমতা জাহির করার পাশাপাশি শরীর চর্চা থেকে শুরু করে নিজের ফ্যাশন এবং চুলের স্টাইল নিয়েও সর্বদা শিরোনামে থাকেন ভারতীয় তারকা। এবারও সেই পুরনো নিয়মের অন্যথা হল না। কিছুদিন আগেই যে পান্ডিয়াকে দেখতে পাওয়া গিয়েছিল এশিয়া কাপের প্রাক্কালে তাঁকে যে চেনাই যাচ্ছে না! স্বর্ণকেশী চুল, চোখে সানগ্লাস এবং ট্রিম করা দাড়িতে একেবারে অপূর্ব লাগছে ভারতীয় তারকাকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন লুকের ছবি শেয়ার করে পান্ডিয়া লিখেছেন, নতুন আমি! যা ভাইরালও হয়েছে দাবানলের গতিতে।
পান্ডিয়ার নতুন লুকে নেট নাগরিকদের প্রতিক্রিয়া
এশিয়া কাপের মঞ্চে নিজের প্রিয় তারকাকে একেবারে ভিন্ন লুকে দেখতে পাবেন সমর্থকরা। তবে তার আগে সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়াকে ভিন্ন মহিমায় দেখে কার্যত অবাক ভক্ত সমর্থকরা। খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তাঁর নতুন হেয়ার কাটিংয়ের ছবি দেখে ভক্তদের কেউ কেউ লিখেছেন, হার্দিক পান্ডিয়া আমার হিরো। কেউ লিখেছেন, একেবারে কিলারের মত দেখাচ্ছে! কমেন্ট বক্স স্ক্রোল করতে গিয়ে চোখে পড়ল আরও এক প্রতিক্রিয়া। পান্ডিয়ার নতুন লুক স্বচক্ষে দেখার পর এক ভক্ত লিখেছেন, এমন লুক শুধু আপনাকেই মানায়। হার্দিক কিং! সব মিলিয়ে, ভারতীয় তারকাকে নতুন চেহারায় একেবারে লুফে নিয়েছেন সমর্থকরা।
এবারের এশিয়া কাপে এক্স ফ্যাক্টর হতে পারেন হার্দিক পান্ডিয়া
টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার দাপট কথাটা সেটা বোধহয় আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই এশিয়া কাপের আগেই পান্ডিয়াকে নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, ব্যাটে-বলে এবছরের এশিয়া কাপে ভারতের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন হার্দিক। বলা বাহুল্য, হার্দিকের মতো অলরাউন্ডার যে শুরুতেই প্রথম একাদশে জায়গা পাবেন সেটা বলাই যায়। সেক্ষেত্রে তাঁকে টিম ইন্ডিয়ার 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে। এছাড়াও তৃতীয় ফাস্ট বোলার হিসেবে প্রতিপক্ষের উইকেট দখল করবেন তিনি।
অবশ্যই পড়ুন: রেলের পরীক্ষা ফেলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের অনুশীলনে! আজ শোভনের স্মৃতি শুধুই ব্যর্থতা
প্রসঙ্গত, বৃহস্পতিবারই এশিয়া কাপের জন্য দুবাইয়ে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আজ অর্থাৎ শুক্রবার থেকেই পুরো দমে অনুশীলন শুরু করে দেওয়ার কথা রয়েছে সূর্য কুমার যাদবদের। বলে রাখি, আগামী 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচের পর 14 সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ভারতীয় দল। আর সেই ম্যাচ দেখার জন্যই একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন সমর্থকরা।