নতুন করে ফের তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, শীত কমবে দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়া

Weather Today Winter

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই শীত যেন বাংলায় আরও জাঁকিয়ে বসছে। শুধু তাই নয়, আগামী দিনে বাংলার সর্বনিম্ন পারদ আরও বেশ খানিকটা কমবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং শীতের ভালো মতো দাপট চলছে। সবথেকে বড় কথা, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে বাংলায় আরও কনকনে শীতের আভাস রয়েছে বাংলায়। মূলত উত্তুরে হাওয়ার দাপটে শীতের ফের জোরালো আগমন ঘটছে বাংলায়। আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? (Weather Today) চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আগামী সাত দিন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি এবং এটি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। কুয়াশার ও কনকনে শীতের সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পুরুলিয়াতে। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়ার স্থানীয় এলাকাগুলিতেও ভোরের দিকে অগভীর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, কিছু কিছু স্থানে দৃশ্যমানতা একদমই নিচে নেমে গিয়েছে। তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না, প্রায় ১ ডিগ্রি সেলসিয়াসের ওঠানামা থাকবে। বাংলা জুড়ে উত্তরের হাওয়া বইছে। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের নিচে এবং আবহাওয়া বিভাগ আগামী দিনে পারদ আরও কমার সতর্কতা জারি করেছে মৌসম ভবন। একজন আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন যে একটি পশ্চিমা ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ ১৩ ডিসেম্বর নতুন ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের পাহাড়ে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যার ফলে দৃশ্যমানতা প্রায় ২০০ মিটারে নেমে আসতে পারে, এবং কুয়াশা ৪৮-৭২ ঘন্টা স্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় আজ বেশি ঠান্ডা থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আরও জাঁকিয়ে ঠান্ডার জন্য তৈরি থাকতে হবে কলকাতা শহরকে। কারণ বড়দিন থেকে কলকাতা শহর গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত হারে কমবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১২ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। অপরদিকে পশ্চিমাঞ্চল জেলাগুলিতে প্রায় ৮ থেকে ১০ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু জেলা নতুন করে উত্তরের দার্জিলিং, কালিম্পং-কে টেক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে।

Leave a Comment