নতুন করে রাজ্য সরকারের আর কোনও যুক্তিই শুনবে না হাইকোর্ট!

Chingrighata Metro Work

প্রীতি পোদ্দার, কলকাতা: চিংড়িঘাটায় মেট্রোর কাজে (Chingrighata Metro Work) যে জট তৈরি হয়েছে, তা নিয়ে আরও একবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয় যে, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। কিন্তু পরে দেখা যায় রাজ্য সরকার সেই কাজ করেনি। গতকাল অর্থাৎ সোমবার রাজ্য সরকারের তরফে হাইকোর্ট এই ব্যাপারে প্রশ্ন করলে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার।

ট্রাফিক ব্লক নিয়ে অন্য যুক্তি রাজ্যের

রিপোর্ট মোতাবেক সোমবার রাজ্যের উদ্দেশে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে যে, ‘সব পক্ষের মধ্যে বৈঠক হওয়ার পরে আপনারা কথা দিলেন, তার পরেও সেটা কেন কার্যকর হল না?’ তখনই ট্রাফিক ব্লকের প্রসঙ্গ তোলে রাজ্য। ট্রাফিক ব্লক করে কাজ করতে হবে, আর সেই কারণটাকেই এবার তুলে ধরল রাজ্য। রাজ্যের পক্ষ থেকে এজি কিশোর দত্ত আদালতে বলেন, “যে জায়গায় ব্লক করা হবে, সেখানে সবচেয়ে অসুবিধার বিষয় হল, অ্যাম্বুল্যান্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না।” আর তাতেই বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘এটা একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট। ওই কাজ হয়ে গেলে রাজ্যের মানুষেরই সুবিধে হবে। অথচ আপনারা ট্রাফিক ব্লকের সময় একবার দেওয়ার পরে এখন নতুন কারণ দেখাচ্ছেন!’

নয়া দিনক্ষণ জানানোর নির্দেশ হাইকোর্টের

রাজ্য সরকার নতুন করে কারণ ব্যাখ্যা করার চেষ্টা করলেও হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, ‘নতুন করে কোনও কারণ এখন আর শুনব না। উল্টে রাজ্যের দেওয়া আগের কারণ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “যে সমস্যার কথা বলছেন, সেটা রাজ্য এতদিনে অনুধাবন করল? নিশ্চয়ই নয়? এটা তো যে কোনও সময়ই হবে। যখনই এই কাজ হোক, তখনই এমন সমস্যা হবে। তাই বলে এমন প্রজেক্ট আটকে থাকবে?” শেষমেশ আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে আদালতকে নয়া দিনক্ষণ জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যবস্থাও করতে হবে বলে জানিয়েছে রাজ্য।

আরও পড়ুন: যারা খেপ খেলে তাঁরাও এর থেকে ভালো! ইস্টবেঙ্গল প্লেয়ারকে চাঁচাছোলা আক্রমণ অ্যালভিটোর

প্রসঙ্গত, এতদিন ঠিক ছিল, চিংড়িঘাটা ক্রসিংয়ে শেষ ৩৬৬ মিটারের যে ফাঁক রয়েছে, তার কাজ করা হবে নভেম্বর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের শেষে। ওই অংশ না জুড়লে বেলেঘাটা পেরিয়ে সল্টলেকের রাস্তা ধরতে পারবে না অরেঞ্জ লাইনের মেট্রো। যা আপাতত নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চলছে। কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী কাজ না হওয়ায় এবার হাইকোর্টের বিচারপতির ক্ষোভের মুখে পড়ল রাজ্য সরকার।

Leave a Comment