নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি SSC-র! ৩৫,৭২৬ শূন্যপদে নিয়োগ, জানুন দিনক্ষণ

SSC Exam Notice released by Commission

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশিত হল SSC-র লিখিত পরীক্ষার তারিখ (SSC Exam Notice)। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জানাল, আগামী 7 ও 14 সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে SSC-র লিখিত পরীক্ষা। প্রকাশিত বিজ্ঞপ্তি বলছে, নবম-দশমে 23 হাজার 212 টি শূন্যপদ এবং একাদশ-দ্বাদশে 12 হাজার 514টি শূন্যপদ রয়েছে। গোটাটা যোগ করলে মোট 35 হাজার 726টি শূন্য পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি দিল কমিশন।

পরীক্ষায় অংশ নেবে 5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী

স্কুল সার্ভিস কমিশনের সূত্র অনুযায়ী, চলতি বছরের আসন্ন পরীক্ষায় অংশ নিতে চলেছে অন্তত 5 লক্ষ 83 হাজার চাকরিপ্রার্থী। এদিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে 17 শতাংশ ওবিসি তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 7 সেপ্টেম্বর SSC-র নবম-দশম এবং 14 সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষা হওয়ার কথা।

পরীক্ষা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা নবান্নের

আগামী 7 এবং 14 সেপ্টেম্বরের SSC লিখিত পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলেই কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। পাশাপাশি রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, প্রবল বৃষ্টি বা অপ্রীতিকর পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি থাকতে বলা হয়েছে প্রতিটি জেলার জেলা শাসকদের।

পরীক্ষা দিতে যাওয়ার সময় এই জিনিসগুলি সঙ্গে রাখা যাবে না

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষা হলে কোনওরকম হাত ঘড়ি, ক্যালকুলেটর, লগ টেবিল রাখতে পারবেন না। তাছাড়াও সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন বা ডিজিটাল কোনও গ্যাজেট। সূত্রের খবর, উল্লিখিত জিনিসগুলির মধ্যে একটাও পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করা হবে।

অবশ্যই পড়ুন: ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাড়াল যমুনার জল! প্লাবিত হতে পারে তাজমহলও?

পরীক্ষা শুরু এবং শেষের সময়

স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী, আগামী 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে এবং শেষ হবে দুপুর 1টা বেজে 30 মিনিটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্ধারিত সময় মেনে প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে সকাল 11টা বেজে 45 মিনিটে।

Leave a Comment