নতুন বছরেই দারুণ চমক, BRICS-র চেয়ারম্যানশিপ পেল ভারত

India Becomes BRICS Chairmanship

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই ভারতের মুকুটে জুড়ল নয়া পালক। ১ জানুয়ারি থেকেই BRICS এর চেয়ারম্যানশিপ আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে চলে আসলো (India Becomes BRICS Chairmanship)। ব্রাজিলের কাছ থেকে দায়িত্ব নিয়ে প্রথমবার ১০ দেশের BRICS জোটের নেতৃত্ব দিচ্ছে নয়াদিল্লি। হ্যাঁ, ভারত BRICS এর প্রতিষ্ঠাতা সদস্য হলেও এতদিন যাবৎ জোটের চেয়ারম্যান হওয়ার সুযোগ কখনও আসেনি। তবে ২০২৬ সাল সেই সুযোগ এনে দিল।

প্রসঙ্গত, BRICS ২০২৫ সম্মেলনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভারতের চেয়ারম্যানশিপ হিসেবে মূল রূপরেখা তুলে ধরেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতের মূল লক্ষ্য ছিল BRICS-কে নতুনভাবে ভাবা, যাতে সহযোগিতা আর উন্নয়নের জন্য স্থিতিশীলতা এবং পারস্পরিক নির্ভরতা আরও মজবুত করা যায়। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চারটি স্তম্ভেই দাঁড়িয়ে ভারতের BRICS পরিকল্পনা

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের নেতৃত্বে BRICS এর কাজ হবে মূলত চারটি। আর সেগুলি হল স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং পরিবেশগত ভারসাম্য। এই চার ক্ষেত্রকে সামনে রেখেই ভারত BRICS এর প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে। এদিকে ভারতের চেয়ারম্যানশিপে আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে চলেছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রসার। বিশেষজ্ঞদের দাবি, ভারত তাদের নিজস্ব সফল ডিজিটাল মডেল সরাসরি চাপিয়ে দেবে না, বরং একটি ওপেন আর্কিটেকচার মডেল তুলে ধরা হবে, যাতে উন্নয়নশীল দেশগুলি সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী তা গ্রহণ করতে পারে। .

আরও পড়ুন: শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা রেলের, জানুন রুট ও সময়সূচি

এদিকে ভারতের BRICS চেয়ারম্যানশিপ নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ভারতের নেতৃত্বে এবার নতুন সাফল্যের পথে এগোবে BRICS। এমনকি একই সঙ্গে তিনি BRICS-কে বেলারুশের পার্টনার কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য ভারতের সমর্থনের প্রশংসাও করেছেন। তাঁর দাবি, ন্যায়সঙ্গত আর বিশ্বব্যবস্থা বহুমুখীকরণে ভারতের নেতৃত্বে সক্রিয়ভাবেই আমরা কাজ করতে প্রস্তুত।

আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে খারাপ খবর! আজকের রেট

বলাবাহুল্য, ভারতের চেয়ারম্যানশিপে BRICS এর সবথেকে প্রধান আলোচিত বিষয় হতে চলেছে জাতিসংঘের সংস্কার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার। বিদেশ মন্ত্রকের যৌথ বিবৃতিতে স্পষ্টভাবেই বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলিকে সিদ্ধান্ত গ্রহণের মঞ্চে আরও বেশি প্রভাব রাখতে হবে, এবং অর্থ দিয়ে প্রতিনিধিত্ব করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ২০২৬ সালে ১৮ তম BRICS এর শীর্ষ সম্মেলন ভারতই আয়োজন করবে। সেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারেই বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

Leave a Comment