সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নিয়মিত দক্ষিণ-পূর্ব রেলে (South Eastern Railway) যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, নতুন বছর শুরু হওয়ার আগে একাধিক ট্রেন বাতিল করার ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। অপারেশনাল সীমাবদ্ধতার কারণেই মূলত এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। আর আগামী ২ জানুয়ারি থেকেই ট্রেনগুলি বাতিল থাকবে বলে খবর। বিশেষ করে কিছু মেমু ট্রেন বাতিল করা হবে। কিন্তু কোন কোন ট্রেন আর কোন কোন রুটে? জানতে আগ্রহী হলে পড়ুন প্রতিবেদনটি।
উল্লেখ্য, জানিয়ে রাখি যে দক্ষিণ-পূর্ব রেলে তরফ থেকে আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আর সেখানে খড়্গপুর এবং আদ্রা ডিভিশনে কিছু ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছিল। ফলে এই লাইনের যাত্রীদের পোহাতে হবে ভোগান্তি। শুধুমাত্র দূরপাল্লার যাত্রী নয়, বরং নিত্যযাত্রীরাও বিপাকে পড়বে। কারণ, একাধিক মেমু ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শীতের মরসুমে পরিকাঠামোগত কাজের জন্য এই বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে।
খড়গপুর ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে যেমনটা জানানো হয়েছে, খড়গপুর ডিভিশনে—
- ১৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু ট্রেনটি বাতিল থাকবে।
- ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু ট্রেনটি বাতিল থাকবে।
- পাশাপাশি ২৪ ডিসেম্বর খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস বাতিল থাকছে
- এদিকে ২১ থেকে ৩০ ডিসেম্বর ৬৮০৪৯/৬৮০৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু ট্রেনটি ভদ্রকের বদলে বালেশ্বর পর্যন্ত চলবে।
তবে এখানেই রয়েছে টুইস্ট। কারণ, আগামী ২ জানুয়ারি থেকে দক্ষিণ-পূর্ব রেলে আরও একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। আর যতদিন না পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হবে, এই ট্রেনগুলো ততদিন চালানো হবে না। ২ জানুয়ারি থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল—
- ৬৮০৪৭ খড়গপুর-বেলদা মেমু
- ৬৮০৮৭ বিষ্ণুপুর-ধানবাদ মেমু
- ৬৮০৮৮ ধানবাদ-বাঁকুড়া মেমু
- ৬৮০৯৬ বাঁকুড়া-ময়নাপুর মেমু
- ৬৮০৯৫ ময়নাপুর-বাঁকুড়া মেমু
- ৬৮০৯৩ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু
- ৬৮০৯৪ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু
- ৬৮০২৩ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু
- ৬৮০২৪ পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু
- ৬৮০২৫ চক্রধরপুর-রৌরকেলা মেমু
- ৬৮০২৯ রাউরকেলা-ঝাড়সুগুড়া মেমু
- ৬৮০৩১ ঝারসুগুড়া-সম্বলপুর মেমু
- ৬৮০৩২ সম্বলপুর-ঝাড়সুগুড়া মেমু
- ৬৮০৪৮ বেলদা-খড়গপুর মেমু
- ৬৮০৩৩ ঝারসুগুড়া-সম্বলপুর মেমু
- ৬৮০৩৪ সম্বলপুর-ঝাড়সুগুড়া মেমু
- ৬৮০৩৪ ঝারসুগুড়া-রৌরকেলা মেমু
- ৬৮০২৬ রাউরকেলা-চক্রধরপুর মেমু
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে ৭ বছরের মেয়ের সামনে বাবাকে মারধর এয়ার ইন্ডিয়ার পাইলটের!
এদিকে ৩ জানুয়ারি থেকেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। আর সেগুলি হল—
- ৬৮০৪৮ বেলদা-খড়গপুর মেমু
- ৬৮০৩৩ ঝারসুগুড়া-সম্বলপুর মেমু
- ৬৮০৩৪ সম্বলপুর-ঝাড়সুগুড়া মেমু
- ৬৮০৩০ ঝারসুগুড়া-রৌরকেলা মেমু
- ৬৮০২৬ রাউরকেলা-চক্রধরপুর মেমু
