নতুন বছরের শুরুতেই একাধিক স্মার্টফোনের দাম অনেকটাই বাড়াল Samsung!

samsung smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই Samsung ক্রেতাদের জন্য খারাপ খবর। কারণ, জনপ্রিয় ব্র্যান্ড Samsung তাদের একাধিক গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের দাম অনেকটাই বাড়িয়েছে (Samsung Smartphone Price Hike)। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে রিপোর্ট। আর সেই অনুযায়ী কিছু মডেলে এবার সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। তালিকায় রয়েছে Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy F17 5G এর মতো সব স্মার্টফোন।

কোন কোন ফোনে দাম বাড়ল?

সম্প্রতি জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের এক্স পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, আপাতত তিনটি মডেলের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি ইঙ্গিত মিলছে, আগামী দিনে হয়তো আরও বেশ কিছু Samsung ফোনের দাম বাড়তে পারে। সেই সম্ভাব্য তালিকায় রয়েছে Galaxy Fold 7, Galaxy Flip 7, Galaxy S25, Galaxy S25 FE, Galaxy A06 5G এর মতো স্মার্টফোন।

Samsung Galaxy A56 এর নতুন দাম কত?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, Samsung Galaxy A56 ফোনটির সমস্ত ভেরিয়েন্টে 2000 টাকা করে দাম বেড়েছে। সেই অনুযায়ী—

  • 12GB / 256GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 44,999 টাকা, আর এখন দাম হয়েছে 46,999 টাকা।
  • 8GB / 256GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 41,999 টাকা। কিন্তু এখন দাম দাঁড়িয়েছে 43,999 টাকা।
  • 8GB / 128GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 38,999 টাকা। কিন্তু এখন দাম দাঁড়িয়েছে 40,999 টাকা।

আরও পড়ুনঃ রেলপথে জুড়ে যাবে ডুয়ার্স ও বেঙ্গালুরু, চলছে নতুন ট্রেন রুট জোড়ার পরিকল্পনা

Samsung Galaxy A36 এর আপডেটেড দাম

এদিকে রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A36 ফোনটির 1500 টাকা করে দাম বাড়ানো হয়েছে। সেই হিসাবে নতুন দাম দাঁড়িয়েছে—

  • 12GB / 256GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 36,999 টাকা, আর এখন দাম হয়েছে 38,499 টাকা।
  • 8GB / 256GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 33,999 টাকা। কিন্তু এখন দাম দাঁড়িয়েছে 35,499 টাকা।
  • 8GB / 128GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 30,999 টাকা। কিন্তু এখন দাম দাঁড়িয়েছে 32,499 টাকা।

আরও পড়ুনঃ অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

Samsung Galaxy F17 5G এর আপডেটেড দাম

রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy F17 5G ফোনটির এবার ১০০০ টাকা করে দাম বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী এবার নতুন দাম দাঁড়িয়েছে—

  • 8GB / 128GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 17,499 টাকা, আর এখন দাম হয়েছে 18,499 টাকা।
  • 6GB / 128GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 15,999 টাকা। কিন্তু এখন দাম দাঁড়িয়েছে 16,999 টাকা।
  • 4GB / 128GB ভেরিয়েন্টের আগে দাম ছিল 14,499 টাকা। কিন্তু এখন দাম দাঁড়িয়েছে 15,499 টাকা।

ফলত বোঝাই যাচ্ছে, নতুন বছরেই গ্রাহকদের পকেটে কতটা বাড়তি চাপ সৃষ্টি করল জনপ্রিয় কোম্পানি Samsung। এখন দেখার অন্যান্য ফোনগুলির দাম বাড়ে কিনা।

Leave a Comment