নতুন বছরে গ্রাহকদের বিরাট ঝটকা দিল IDFC ফার্স্ট ব্যাঙ্ক

IDFC First Bank

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে বিরাট বদল নিয়ে এল দেশের বেসরকারি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank)। ব্যাঙ্কের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, গত ৯ জানুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। এতদিন যাবৎ এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ ৭% সুদ পাওয়া যেত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই হার কমিয়ে এবার ৬.৫% করা হল। অর্থাৎ, সুদের হার এবার ৫০% কাটছাঁট করা হয়েছে।

এবার থেকে প্রোগ্রেসিভ ভিত্তিতে মিলবে সুদের হার

সম্প্রতি এই ব্যাঙ্কের তরফ থেকে জারি করা একটি সার্কুলার অনুযায়ী, এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদ প্রোগ্রেসিভ স্ল্যাব সিস্টেমে হিসাব করা হবে। অর্থাৎ, অ্যাকাউন্টে থাকা মোট টাকার উপরে একসঙ্গে নয়, বরং বিভিন্ন ধাপে ধাপে সুদের হার ভাগ করা হবে। এমনকি প্রতি মাসে গ্রাহকদের অ্যাকাউন্টে সেই সুদের টাকা জমা পড়বে।

সেভিংস অ্যাকাউন্টে নতুন সুদের হার

ব্যাঙ্কের তরফ থেকে যে সার্কুলার জারি করা হয়েছে, সেই অনুযায়ী এবার মূলধনের উপর বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। যেমনটা জানা গিয়েছে—

  • ১ লক্ষ টাকা পর্যন্ত জমা থাকলে বার্ষিক ৩% হারে সুদ পাওয়া যাবে।
  • ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা জমা থাকলে বার্ষিক ৫% সুদ পাওয়া যাবে।
  • ১০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত থাকলে বার্ষিক ৬.৫% সুদ পাওয়া যাবে।
  • ১০ কোটি থেকে ২৫ কোটি টাকা থাকলে বার্ষিক ৬% সুদ পাওয়া যাবে।
  • ২৫ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে বার্ষিক ৫% সুদ পাওয়া যাবে এবং
  • ১০০ কোটি টাকার বেশি ব্যালেন্স থাকলে বার্ষিক ৪% সুদ মিলবে।

বিশেষজ্ঞদের মতে, যারা বিশেষ করে সেভিংস অ্যাকাউন্টে বেশি পরিমাণে টাকা রাখে, তারা এবার এই নিয়মের ফলে বিরাট প্রভাবিত হবে। তবে হ্যাঁ, যারা মাঝারি অঙ্কের টাকা অ্যাকাউন্টে রাখে, তারা মোটা অঙ্কের সুদ পাবে। কিন্তু ফিক্সড ডিপোজিটে টাকা রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ, সেক্ষেত্রে বেশি পরিমাণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে।

নয়া ক্রেডিট কার্ড আনল ব্যাঙ্ক

প্রসঙ্গত, সুদের হার পরিবর্তনের পাশাপাশি নতুন বছরে নতুন ক্রেডিট কার্ড লঞ্চ করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। বিশেষ করে যারা নিয়মিত বিদেশে ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে এই ক্রেডিট কার্ড উপযোগী হতে পারে। তবে ব্যাঙ্কে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এবং ক্রেডিট কার্ড বানিয়ে নিতে পারেন।

Leave a Comment