সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছরের শুরুতেই সমস্যার মুখে পড়লেন বহু রেশন কার্ড (Ration Card) ধারকরা। সকাল সকাল রেশন তুলতে গিয়ে বিশেষ করে হুগলী জেলার বেশ কিছু রেশন গ্রাহককে হয়রানির শিকার হতে হয়েছে। আর এই সমস্যার মুলে রয়েছে রেশন ডিলারদের কাছে আসা একদম নতুন ঝাঁ চকচকে পিওএস বা পয়েন্ট অফ সেল মেশিন। আসলে ২০২৬ এর জানুয়ারি মাসেই রেশন ডিলারদের পুরনো পয়েন্ট অফ সেল মেশিন বদলে নতুন POS দেওয়া হয়েছে। যা নিয়েই সমস্যার শুরু।
রেশন তুলতে গিয়ে সমস্যায় গ্রাহকরা
এমনিতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বাংলা সহ বিভিন্ন রাজ্য নানা পদক্ষেপ নিয়েও চলেছে। যার মধ্যে অন্যতম হল রেশনের দোকানগুলিতে এপিওএস মেশিন বসানো। তবে এবার হুগলী জেলায় থাকা কিছু রেশন দোকানে এই মেশিন সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিয়েছে। কী সমস্যা? নতুন মেশিনে শুধুমাত্র গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কারোর যদি এই ফিঙ্গারপ্রিন্ট না মেলে তাহলে সেই গ্রাহকের মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপির মাধ্যমে রেশন তোলা যাবে। কিন্তু নতুন POS মেশিন আসায় সেই সুবিধা মিলছে না। ফলে রেশন তুলতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে গ্রাহকদের।
আরও পড়ুনঃ ঘন্টায় ৩৫০ কিমি গতি! দুরন্ত-রাজধানী সব ফেল, শীঘ্রই চালু হবে বন্দে ভারত 4.O
শুধু তাই নয়, যেটি রেটিনা স্ক্যান বা আইরিশ স্ক্যান হয় সেই সুবিধাও মিলছে না। এহেন পরিস্থিতিতে যাদের বায়োমেট্রিক স্ক্যান মিলছে না তাঁরা কিন্তু রেশন পাচ্ছেন না। যদিও বাংলা বা দেশের অন্যান্য রাজ্যে এই একই সমস্যা তৈরি হয়েছে কিনা সে সম্পর্কে এখনও অবধি কিছু জানা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা
বিরাট লক্ষ্যমাত্রা সরকারের
যত সময় এগোচ্ছে ততই প্রতিটি রেশন দোকানে ইলেকট্রনিক প্রসেসিং সিস্টেম (ইপস) মেশিন বসানো হচ্ছে। সেই কাজের জন্য ইতিমধ্যেই কয়েক হাজার মেশিন রেশন দোকানে বসিয়ে ফেলেছে রাজ্য সরকার। কোটি কোটি গ্রাহককে সেটার সঙ্গে যুক্ত করা হয়েছে। চলতি বছরের মধ্যে আরও বহু দোকানে এই মেশিন বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। মূলত ওজনে কারচুপি থেকে শুরু করে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত রাজ্য খাদ্য দফতরের।