নতুন বছরে শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে চান? বিনিয়োগ করতে পারেন এই স্টকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 একেবারে শেষের পথে। বছর শেষ হতে আর 10 দিনও বাকি নেই। ডিসেম্বর শেষ হলেই নতুন বছর 2026 কে স্বাগত জানাবেন সকলে। আর এই নতুন বছরে শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়ার আশায় বিনিয়োগকারীরা। তবে যদি বলা হয়, এমন একটি স্টক রয়েছে যেখানে এ বছরের ডিসেম্বরে বিনিয়োগ করে আগামী বছর কোটিপতি হওয়া যাবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম একটি ভারতীয় সংস্থার স্টকে (Stock To Invest) আস্থা রেখেছে। তাদের দাবি, ডিসেম্বরই বিনিয়োগের সেরা সময়। এই স্টকে এখন টাকা রাখলে নতুন বছরে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে পারে এটি।

এই স্টকে বিনিয়োগের পরামর্শ একাধিক ব্রোকারেজ ফার্মের

সাম্প্রতিককালে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও বিনয়গকারীদের বিপুল রিটার্ন দিয়েছে বেশ কিছু স্টক। আমারা প্রায়শই বিভিন্ন মাল্টিব্যাগার স্টকের তথ্য নিয়ে হাজির হই। তবে আজকের প্রতিবেদনে রইল এমন একটি স্টকের খোঁজ যা আগামী দিনে ইনভেস্টরদের মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, জাপানি সংস্থা MUFG এর সাথে একটি বড় চুক্তি ঘোষণা করেছে ভারতীয় সংস্থা শ্রীরাম ফাইন্যান্স। আর এই আনুষ্ঠানিক ঘোষণার পরই সংস্থাটির শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে। জানা যায়, এই চুক্তির অধীনে ভারতের এক বিশেষ খাতে 39 হাজার 620 কোটি টাকা বিনিয়োগ করবে জাপানি সংস্থা MUFG। যা কস্মিনকালে ভারতে জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে।

অবশ্যই পড়ুন: বিরাট কোহলির বেতনের ৪ গুণের বেশি, ভারতে আসতে মেসি কত টাকা নিয়েছে জানেন?

জাপানি বহুজাতিক সংস্থা বা ব্রোকারেজ ফার্ম নোমুরা থেকে শুরু করে একাধিক ভারতীয় ও বিদেশি ব্রোকারেজ ফার্ম শ্রীরাম ফাইন্যান্স এর স্টকগুলির উপর আস্থা রেখেছে। এই ব্রোকারেজ ফার্মগুলির দাবি, ভারতীয় সংস্থাটির স্টকগুলির দাম আগামী দিনে বড় লাফ দিতে পারে। এ নিয়ে এই ব্রোকারেজ ফার্মগুলির বিশেষজ্ঞরা বলছেন, এই স্টকে এখন বিনিয়োগ করলে আগামী বছর বড় রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা।

ব্রোকারেজ ফার্মগুলির বিশ্বাস, শ্রীরাম ফাইন্যান্স এর স্টকের দাম আগামী বছরের শুরুর দিকেই 1140 টাকায় পৌঁছতে পারে। বলা বাহুল্য, 22 ডিসেম্বর অর্থাৎ আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ এই সংস্থার একটি স্টকের দাম ছিল 934.80 টাকা। তবে ব্রোকারেজ ফার্মগুলি এই স্টকে বাই রেটিং দিয়ে স্পট জানিয়েছে, আগামী দিনে বাজার গতি পেলে এই স্টকের দাম 1100 টাকা থেকে 1140 টাকা বা তারও বেশি হতে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment