প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই শুরু হতে চলেছে আরও একটি নতুন বছর, তবে এবার বর্ষবরণ খানিক অন্যরকম হতে চলেছে। তার কারণ হল হাড় কাঁপানো শীত (Weather Update)। মরসুমের সমস্ত নজির ছাপিয়ে এবারের শীত। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা ও উষ্ণতার সামান্য উর্ধ্বগতি হতে চলেছে। পাশাপাশি পার্বত্য এলাকায় বর্ষবরণ হতে পারে তুষারস্নানে।
বঙ্গে শীতের দাপটের মাঝেই শীতের পথে বড় বাঁধা হয়ে দাঁড়াল পশ্চিমী ঝঞ্ঝা। জানা গিয়েছে এর প্রভাবে উত্তুরে হাওয়ায় সাময়িক বাধা পড়তে চলেছে। দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস, ফলে শীতের তীব্রতা কিছুটা কমে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে চলেছে। অর্থাৎ আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতের পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কিন্তু তাতেও শীতের দাপট বজায় থাকবে। পাশপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে বছরের প্রথম সপ্তাহেও হাড় কাঁপানো শীত থাকবে।
আরও পড়ুন: “EVM নয়, ভোটচুরি হচ্ছে ভোটার তালিকায় তাও কমিশনের অফিসে” অভিযোগ অভিষেকের
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গে শীতল আবহাওয়া বজায় থাকবে। সেক্ষেত্রে দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও শীতল আবহাওয়া বজায় থাকবে। পাশপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। বিকেলের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে ৫০ মিটার পর্যন্ত।