নতুন বছরে ২২০ কিমি গতিতে ছুটবে ট্রেন, তৈরি হচ্ছে ভারতের প্রথম হাইস্পিড রেল ট্র্যাক

High speed rail track

সহেলি মিত্র, কলকাতাঃ ২০২৬ সালটা ভারতীয় রেল যাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছরে একদিকে যখন বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে, তেমনই এবার হাইস্পিড রেল ট্র্যাক (High Speed Rail Track) দেখারও সম্ভাবনা তৈরি হয়েছে এখন। এক কথায় নতুন বছর ভারতীয় রেল যাত্রীদের কাছে আরও গতিময় হতে চলেছে বলে সূত্রের খবর। সর্বোচ্চ ২২০ কিমি গতিতে ছুটতে পারে ট্রেন এই ট্র্যাকগুলিতে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে তৈরি হয়েছে হাইস্পিড রেল ট্র্যাক

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলওয়ে ট্রেনের জন্য প্রথম ডেডিকেটেড হাই-স্পিড টেস্ট ট্র্যাক তৈরি করছে। এটি ২০২৫-২৬ অর্থবছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় রেলওয়ের গবেষণা শাখা, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (RDSO) ৯৬৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি তৈরি করছে। জয়পুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে যোধপুর ডিভিশনের নাওয়া এলাকার গুধা এবং থাথানা মিঠ্রির মধ্যে পরীক্ষামূলক ট্র্যাকটি তৈরি করা হচ্ছে । প্রকল্পটি উত্তর পশ্চিম রেলওয়ের (NWR) প্রশাসনিক এখতিয়ারের অধীনে আসে।

আরও পড়ুনঃ এই ভিসায় অল্প পয়সায় বিদেশ ভ্রমণের পাশাপাশি হবে আয়ও!

২০২৬-এর মার্চ মাসের মধ্যে শেষ হতে পারে কাজ

উত্তর পশ্চিম রেলওয়ের (এনডব্লিউআর) প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) শশী কিরণ এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘গবেষণা নকশা ও মান সংস্থা (আরডিএসও) ডেডিকেটেড হাই-স্পিড টেস্ট ট্র্যাকের রোলিং স্টকের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা পরিচালনা করবে।’ কিরণ আরও বলেন, মোট ৬৪ কিলোমিটার প্রকল্পের প্রায় ৫৮ কিলোমিটার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং পুরো প্রকল্পটি ২০২৬ সালের মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালানোর জন্য ডেডিকেটেড হাই-স্পিড টেস্ট ট্র্যাকটি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাড়ি কেনার জন্য ২৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! কারা পাবেন?

অপর এক রেল কর্তা জানিয়েছেন, “এই ট্র্যাক নির্মাণের মাধ্যমে, ভারত হবে প্রথম দেশ যেখানে রোলিং স্টকের জন্য ব্যাপক পরীক্ষার সুবিধা থাকবে, যা UIC-518/EN-14363 (রোলিং স্টক গতিবিদ্যার পরীক্ষা এবং অনুমোদনের জন্য পদ্ধতি নির্ধারণকারী মূল রেলওয়ে মান) অনুসারে আন্তর্জাতিক মান পূরণ করবে। এই ট্র্যাকটি বিশ্বব্যাপী একটি অনন্য ট্র্যাক হবে, কারণ বর্তমানে অন্যত্র উপলব্ধ বেশিরভাগ টেস্ট ট্র্যাক এর দৈর্ঘ্যের চেয়ে ছোট।” 

Leave a Comment