নতুন ব্রডব্যান্ড কানেকশন নিলেই পাবেন ১,০০০ টাকা! বাজার কাঁপানো অফার Airtel-র

Airtel Broadband Offer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel তাদের গ্রাহকদের জন্য একটি বাম্পার অফার চালু করেছে। জানা যাচ্ছে, Jio-র প্রধান প্রতিদ্বন্ধী সংস্থাটি তাদের নতুন ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে গ্রাহকদের 1000 টাকা ডিসকাউন্ট অফার করছে।

রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি অ্যামাজনের সাথে হাত মিলিয়ে নতুন গ্রাহকদের এই বিশেষ অফার দিচ্ছে। তবে Airtel জানিয়েছে, নতুন ব্রডব্যান্ড কানেকশন নিলে এই 1000 টাকার অফারটি কুপন হিসেবে পাবেন ব্যবহারকারী। পরবর্তীতে ওই ভাউচার ব্যবহার করে আসন্ন রিচার্জে মোটা ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। কিন্তু কীভাবে অ্যাভিল করবেন এই অফার? রইল সেই তথ্য।

10টি ডিসকাউন্ট কুপন দেবে Airtel

Airtel জানায়, যেসব গ্রাহকরা তাদের নতুন ব্রডব্যান্ড কানেকশন নেবেন, তারা মূলত 10টি 100 টাকার কুপন পাবেন। ওই কুপন দিয়ে পরবর্তীতে রিচার্জ করার ক্ষেত্রে এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে শর্ত, একটি রিচার্জের ক্ষেত্রে যেকোনও একটি কুপনই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এর অর্থ, মোট 10 মাসে একটি করে 10টি ভাউচার দিয়ে 100 টাকা করে ছাড় পেয়ে যাবেন আপনি। এক্ষেত্রে সংস্থাটি আরও একটি শর্ত বেঁধে দিয়েছে। তা হল, গ্রাহকরা চাইলেই ওই কুপনগুলি বন্ধু বান্ধব কিংবা পরিবারের অন্যদের সাথে ভাগ করতে পারবেন না। অর্থাৎ, কুপনগুলি শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কীভাবে নতুন কানেকশন বুক করবেন?

Airtel এর নতুন WiFi কানেকশন নিতে হলে প্রথমে আপনাকে অ্যামাজনে গিয়ে Airtel ব্রডব্যান্ড লিখে সার্চ করতে হবে। এরপর সার্চ রেজাল্ট থেকে 99 টাকার অফারটিতে ক্লিক করে বাড়িতে নতুন ওয়াইফাই ইন্সটল করতে পারবেন। বলে রাখি, এই 99 টাকা আসলে নতুন ওয়াইফাই কানেকশনের বুকিং ফি।

এই অর্থ দিলে Airtel আপনার বাড়িতে নতুন ওয়াইফাই কানেকশন ইন্সটল করে দেবে। যার বিনিময়ে 2500 টাকা খরচ করতে হবে গ্রাহককে। বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি এই নতুন কানেকশনের সাথেই 1000 টাকার ডিসকাউন্ট কুপন দেবে। যা মূলত প্রতিমাসের ওয়াইফাই রিচার্জ বিলের উপর ছাড় হিসেবে পাবেন গ্রাহক।

Airtel Broadband offer you get 1000 rupees discount on new Airtel Wi-Fi connection booking via Amazon

অবশ্যই পড়ুন:Top 10: নিক্কি হত্যাকাণ্ডে নয়া মোড়, শান্তনু ও সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব, TMC বিধায়ককে ED-র গ্রেপ্তার! আজকের সেরা ১০ খবর

উল্লেখ্য, Airtel ব্রডব্যান্ডের 599 টাকা, 699 টাকা, 899 টাকা, 1199 টাকা, 1599 টাকা এবং 3999 টাকার প্ল্যানের সাথেও ডিসকাউন্ট ভাউচার অফার করা হয়। Airtel Thanks অ্যাপ ইন্সটল করে কুপনগুলিকে রিডিম করে নিতে হবে গ্রাহকদের। তবে বলে রাখি, নতুন কানেকশন নেওয়ার প্রথম 10 মাস পর্যন্ত এই কুপনগুলি বৈধ থাকবে।

Leave a Comment