নন্দীগ্রামে গেরুয়া ঝড়! সমবায় নির্বাচনে ৯ আসনেই জয়ী BJP, খাতাই খুলল না তৃণমূলের

Nandigram Samabay Election BJP wins 9 seats

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই খেল দেখালো বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের গাংড়া সমবায় নির্বাচনে (Nandigram Samabay Election) খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। 9টি আসনের 9টিতেই জয়ী হলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে শাসক শিবিরের এমন হাল দেখে হতবাক অনেকেই। এদিকে গেরুয়া শিবিরের বিরাট জয়ের পর স্থানীয় এক তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

গাংড়া সমবায় নির্বাচনে তৃণমূলকে কুপোকাত করল বিজেপি!

নন্দীগ্রামের পরিচিত এলাকা গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 9টি আসনে পাল্লা দিয়ে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। অন্যদিকে হালের ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে দুটি আসনে প্রার্থী দিতে পেরেছিল সিপিএম এবং কংগ্রেস। রবিবার সেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই নন্দীগ্রামে ওঠে গেরুয়া ঝড়। তৃণমূলকে একেবারে 9 গোল খাইয়ে শূন্যতে মাঠ ছাড়া করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দল।

অবশ্যই পড়ুন: আগামী ৬ মাসে আরও ৮টি, ২০২৬-এ কটি বন্দে ভারত স্লিপার চলবে? জানাল রেল

বলাই বাহুল্য, ওই নির্বাচনী ক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা ছিল 543 জন। তাদের মধ্যে সিংহভাগ 438 জনই ভোট দান করেছিলেন। আর সেই ভোটারদের বিচারেই জয়লাভ করল বিজেপি। রবিবার, গেরুয়া শিবিরের সাফল্যের খবর পাঁচ কান হতেই গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে ওই এলাকার বিজেপি সমর্থনকারীরা।

অবশ্যই পড়ুন: IPL-র আগেই বিরাট সমস্যায় কোহলির RCB!

তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, গাংড়া সমবায় নির্বাচনে বিজেপি জিততেই স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির একদল কর্মী সমর্থক। শাসক শিবিরের তরফে অভিযোগ, স্থানীয় নেতাকে আটকে ধরে হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপির কর্মীরা। অন্যদিকে বিজেপির তরফে এসব বিষয় নিয়ে খুব একটা ভাষণবাজি না এলেও স্থানীয় এক বিজেপি দিতে জানিয়েছেন, “আমরাই জিততাম.. এই জয় নিশ্চিত ছিল।”

Leave a Comment