নন্দীগ্রামে সমবায় নির্বাচনে ১২-০ ব্যবধানে জয়লাভ বিজেপির, ভরাডুবি তৃণমূলে

Nandigram Election

সৌভিক মুখার্জী, কলকাতা: নন্দীগ্রামের রাজনৈতিক লড়াই আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার সমবায় নির্বাচনে (Nandigram Election) বিরাট বাজিমাত করল গেরুয়া ব্রিগেড। বিরুলিয়া সমবায় সমিতির 12টি আসনের সবকটিতেই বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে, যা নিয়ে এখন উৎসবের আমেজ লেগেছে গেরুয়া শিবিরে।

টানটান উত্তেজনা ভোটে!

উল্লেখ্য, ভোটের আগে থেকেই এলাকার তৃণমূল এবং বিজেপি দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। কে সমবায় সমিতির চেয়ার দখল করবে, তা নিয়েই চলছিল জল্পনা। তবে ফল ঘোষণা হল একেবারে একতরফা। রিপোর্ট অনুযায়ী, 12-0 ব্যবধানে বিজেপি জয়লাভ করল, অন্যদিকে গো হারা হারল তৃণমূল।

উচ্ছ্বাস বিজেপি শিবিরে

ফল প্রকাশ হতেই বিজেপি কর্মীরা একেবারে রাস্তায় নেমে হইহুল্লোড়ে মেতে পড়েছেন। ‘বিজেপি’, ‘বিজেপি’ ধ্বনিতে একেবারে গোটা এলাকা মুখরিত হয়ে পড়েছে। দলীয় পতাকা হাতে ঢাক-ঢোল বাজিয়ে কর্মী সমর্থকদের আনন্দ মিছিল এখন উৎসবে রূপ নিয়েছে।

এক বিজেপি কর্মী বলেছেন, আমরা যা প্রত্যাশা করেছিলাম, একেবারে তাই হয়েছে। 12-0 ব্যবধানে তৃণমূলকে হারিয়েছি। তবে নন্দীগ্রামের এই লড়াই তৃণমূল বনাম বিজেপি ছিল না, বরং নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি ছিল। আর আইসিকে হারাতে পেরে আমরা অত্যন্ত খুশি।

আরও পড়ুনঃ TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাতিল পরীক্ষা! সিদ্ধান্ত জানিয়ে বিতর্কে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পরাজয়ে সবুজ শিবিরে দেখা গিয়েছে চরম হতাশা। নন্দীগ্রাম যেহেতু একাধিকবার রাজনৈতিকভাবেই নজর কেড়েছে, তাই তৃণমূলের জন্য এটি বিরাট ধাক্কা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞরা এই সমবায় নির্বাচনে বিজেপির একতরফা জয় হিসাবেই দেখছে।

Leave a Comment