প্রীতি পোদ্দার, কলকাতা: বই খুলে এখন থেকে পড়ুয়ারা দিতে পারবেন পরীক্ষা! অর্থাৎ পরীক্ষা চলাকালীন যে কোনও পাঠ্যবই কিংবা ক্লাসনোটের পাতা উল্টে দেখতে পারবেন পড়ুয়ারা। এমনই নয়া পরীক্ষা পদ্ধতি শুরু করতে চলেছে CBSE। জানা গিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হতে চলেছে। তবে আপাতত কেবল মাত্র নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই নিয়ম চালু হচ্ছে। পরে অন্যান্য শ্রেণির জন্যও বই খুলে পরীক্ষা দেওয়ার এই রীতি চালু হতে পারে।
কোন কোন বিষয়ের উপর হবে পরীক্ষা?
আগামী শিক্ষাবর্ষ ২০২৬-২৭ সাল থেকেই নবম শ্রেণিতে ওপেন বুক অ্যাসেসমেন্টস অর্থাৎ বই খুলে পরীক্ষার অনুমোদন দিল CBSE বোর্ড। বিগত কয়েক মাস ধরে এ নিয়ে একাধিক আলোচনা এবং বিতর্ক তৈরি হয়েছিল, অবশেষে ANI এর রিপোর্ট অনুযায়ী চলতি বছর গত ২৫ জুন বোর্ডের গভর্নিং বডি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে জাতীয় শিক্ষা নীতি-২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন-২০২৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ল্যাঙ্গুয়েজ, অঙ্ক, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সের মতো বিষয়গুলিতে মূলত ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে নবম শ্রেণী থেকে। তবে এই পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ অপশনাল অর্থাৎ তারা চাইলে এই পদ্ধতি অনুসরণ নাও করতে পারে।
পাইলট স্টাডির ফলাফল নিয়ে অসন্তোষ
ওপেন বুক অ্যাসেসমেন্টস চালু করা প্রসঙ্গে NCFSE-র মূল উদ্দেশ্য হল পড়ুয়াদের মধ্যে কেবল মুখস্থ পদ্ধতি অবলম্বন করা নয় বরং যেকোনো ধরনের প্রশ্নের সঠিক উত্তর প্রয়োগ করা। এর মাধ্যমে আশা করা যাচ্ছে পড়ুয়াদের বিশ্লেষণী দক্ষতা অনেকটাই বাড়বে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে CBSE নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ওপেন-বুক পরীক্ষার পাইলট প্রকল্প শুরু করেছিল, যার ফলাফল ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা গেছে, সেখানে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ১২% থেকে ৪৭% ছিল অর্থাৎ পাঠ্যক্রম-বহির্ভূত বইয়ের ব্যবহার এবং পাঠ্য বিষয়গুলি সম্পর্কে পড়ুয়াদের বেশির ভাগেরই এখনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি। তাই চালু হতে চলেছে এই পদ্ধতি।
আরও পড়ুন: নির্বাচনের আগেই উলাটপুরাণ! চিরঞ্জিতের মুখে শোনা গেল বিরোধী দলনেতার প্রশংসা
ওপেন বুক অ্যাসেসমেন্টস চালু নিয়ে শিক্ষকদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব এসেছে। তাঁদের মতে, এটি সমালোচনামূলক চিন্তাভাবনা ও বাস্তব প্রয়োগের দক্ষতা বাড়াতে যথেষ্ট সহায়তা করতে পারে। তবে CBSE-র কাছে এই পদ্ধতি নতুন নয়। ২০১৪-১৫ এবং ২০১৬-১৭ সালে নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ে ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট চালু করা হয়েছিল। ২০১৭-১৮ সালের শিক্ষাবর্ষে অবশ্য এই পদ্ধতি বন্ধ হয়ে যায়। তবে এবার পড়ুয়াদের জন্য চালু করা হতে চলেছে এই অভাবনীয় পদ্ধতি।