নবান্নের ট্রান্সফার নোটিসে জেরবার অফিসাররা! অসুবিধার কথা জানিয়ে চিঠি দপ্তরে

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পর থেকেই রাজ্যে শুরু হতে চলেছে SIR প্রক্রিয়া। এদিকে গত সোমবার, এসআইআর ঘোষণার আগেই তড়িঘড়ি নবান্নের (Nabanna) তরফে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে রাতারাতি সরকারী অফিসারদের বদলি করা হয়েছিল। নির্দেশিকার মাধ্যমে জানা গিয়েছে মোট ৬৪ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন দশ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম ও এসডিও-কেও। যদিও নবান্ন সূত্রে বলা হয়েছে রুটিন বদলি,কিন্তু তবুও এবার নবান্নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন সকলে।

বদলি হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ

ডব্লিউবিসিএস এগজিকিউটিভ অফিসার, যাঁরা মূলত বিডিও হিসেবে অ্যাসিস্ট্যান্ট ইআরও কিংবা ইআরও-র মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাঁদের অনেককে বদলি করা হয়েছে। এর ফলে একদিকে যেমন নতুন দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে, ঠিক তেমনই দূরবর্তী জায়গায় বদলি হয়ে যাওয়ায় ব্যক্তিগত জীবনেও আবার চরম দুর্ভোগ দেখা দিয়েছে। অভিযোগ উঠছে বদলির ক্ষেত্রে সাধারণত স্বামী-স্ত্রী যদি সরকারি চাকরি করে তাহলে তাঁদের কাজের অগ্রগতির জন্য একই এলাকায় বা কাছাকাছি বদলি করা হয়। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে এবং অবসরের গোড়ায় অফিসারদের নিজের জেলায় পোস্টিং দেওয়া হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে সেই নিয়মও মানা হয়নি বলে অভিযোগ। এবার তাই নিয়ে অফিসারদের একটা বড় অংশ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে চিঠি লিখে অসুবিধার কথা জানালেন।

বদলি নিয়ে একাধিক সমস্যা সরকারি অফিসারদের

আবেদনকারীদের একাংশের মূল অসুবিধাগুলির মধ্যে অন্যতম হল অনেক অফিসারকে দূরবর্তী জেলায় বদলি করা হয়েছে। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের রেখে বৃদ্ধ বাবা মা অথবা তাঁদের সঙ্গে নিয়ে দ্রুত নতুন কোনো কর্মস্থলে যোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, অনেকের আবার সন্তান আছে তাঁদেরও স্কুল-কলেজ রয়েছে, তাই কর্মক্ষেত্রের পাশাপাশি নানা পারিবারিক সমস্যাও রয়েছে। বিশেষ করে, যে মহিলা অফিসারদের বদলি করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও জটিল বলে অভিযোগ উঠছে। যদিও এখনও সেই আবেদনপত্রের কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন: বন্ধুর ডিম খেয়ে নেওয়ায় মারধর, গোঘাটে মৃত্যু বছর ২৬-র এর যুবকের

উল্লেখ্য, নবান্নের নির্দেশিকা অনুযায়ী, বদলি হওয়া জেলা শাসকদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার ও দার্জিলিং জেলার জেলা শাসকরা। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক বিভাগীয় আধিকারিককেও। শুধু তাই নয়, পাঁচজন ডব্লুবিসিএস আধিকারিককেও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

Leave a Comment