নবান্নে ধর্নায় বসবেন শুভেন্দু, অনুমতি না মেলায় হাইকোর্টে বিরোধী দলনেতা

Kunal Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি ইডি অভিযানের প্রতিবাদে এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লির নর্থ ব্লকে অমিত শাহের মন্ত্রকের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে যায়। এবার সেই কৌশলকেই হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। নবান্নে ধর্না দিতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই ধর্না বার্তার মাঝেই এবার এক বিতর্কিত স্ক্রিনশট শেয়ার করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নবান্নে ধর্না দিতে চান শুভেন্দু

জানা গিয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনে তৃণমূল সাংসদের ধর্না কর্মসূচির পাল্টা জবাব দিতে বড়সড় কর্মসূচির পথে হাঁটতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁর বক্তব্য, তৃণমূল যদি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে বিনা অনুমতিতে ধর্না দিতে পারে, তবে তিনি কেন নবান্নের সামনে বসতে পারবেন না? তবে পুলিশি অনুমতি না-মেলায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নন্দীগ্রামের বিধায়ক। আগামী ১৫ বা ১৬ জানুয়ারি এই দু’দিনের মধ্যে যে কোনও একদিন তিনি কর্মসূচি পালন করতে চলেছে।

বিতর্কিত স্ক্রিনশট শেয়ার করলেন কুণাল

সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল না বলে অমিত শাহজির অফিসে গিয়েছিলেন। ফাইল চুরি করেছে, তাই আমি নবান্নের সামনে বসব। পুলিশকে জানিয়েছি, পুলিশ রেসপন্স করেনি, তাই আমি কোর্টে যাব। পারমিশন নিয়েই যাব।” অন্যদিকে, একটি কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ওই তল্লাশির নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে কি না, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন কুণাল ঘোষ। যেখানে তিনি পোস্টে বলেন, আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত? এই দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। খতিয়ে দেখা দরকার। সত্য হলে মারাত্মক।”

আরও পড়ুন: অধ্যাপকদের পেনশন-গ্র্যাচুইটি নিয়ে বড় স্বস্তি দিল পশ্চিমবঙ্গ সরকার

কী লেখা ছিল মেসেজে?

সমাজ মাধ্যমে কুনাল ঘোষের পোস্ট করা সেই স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘দাদা, আমাদের সূত্র অনুযায়ী, সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি আধিকারিক আগামীকাল সকালের উড়ানে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে এক জন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। সাইবার বিশেষজ্ঞ গুলশন রাই রাতেই যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কাল সিজিও কমপ্লেক্সে (ইডি-র দফতর) জরুরি বৈঠক হবে।’ যদিও এই মেসেজের সত্যতা যাচাই করেনি India Hood। এদিকে এই মেসেজ প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Comment