নবান্নে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রস্তাব, বছর শেষে কলকাতা পুরসভা কর্মীদের জন্য বড় সুখবর

KMC Employees Health Insurance

সহেলি মিত্র, কলকাতা: কলকাতা পুরসভা কর্মীদের (KMC Employees) জন্য রইল অত্যন্ত জরুরি খবর। ২০২৫ সাল শেষ হওয়ার আগে বড় পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ করে স্বাস্থ্য বীমা খাতে বড় কিছু করার চিন্তাভাবনা রয়েছে সরকারের পাইপ লাইনে। কলকাতা পুরসভা কর্মীদের যাতে স্বাস্থ্য বীমা পরিষেবার শুরু করা হয় সেই দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছিল। দল মত নির্বিশেষে এই দাবি উঠছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এবার শোনা যাচ্ছে অবশেষে এই বিষয়ে উদ্যোগী হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আপনিও কি একজন পশ্চিমবঙ্গ সরকারি কর্মী? বিশেষ করে কলকাতা পুরসভায় চাকরি করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

পুরসভা কর্মীদের জন্য বিরাট সুখবর

সূত্রের খবর, কলকাতা পুরসভা কর্মীদের যাতে স্বাস্থ্য বীমা শুরু করা যায় এই বিষয়ে সংশ্লিষ্ট ফাইল নবান্নে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এই কাজ ফিরাহাদ কিমের নিজস্ব উদ্যোগে হচ্ছে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট ফাইল নবান্নে পাঠানো হবে। উদ্দেশ্য, কলকাতা পুরসভার কর্মচারীদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল হেল্‌‌থ স্কিম’ বা তার সমতুল্য কোনও স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করা।

আরও পড়ুনঃ আজিমগঞ্জ থেকে দীঘা অবধি চলুক বন্দে ভারত, রেলের কাছে গেল প্রস্তাব

এদিকে এতেও রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। পুরসভার বিরোধী দলের একাংশ মনে করছে, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই পুরসভার কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু করতে উদ্যোগী হয়েছে পুরসভা। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুরসভা।  জানা গিয়েছে, বর্তমানে কলকাতা পুরসভার কর্মীরা প্রতি মাসে ৫০০ টাকা করে মেডিক্যাল অ্যালাওয়েন্স পান। এর পাশাপাশি একটি স্বল্পমূল্যের স্বাস্থ্যবিমা প্রকল্প রয়েছে, যা ২০০০ সালে তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের আমলে চালু হয়েছিল। ওই বিমা প্রকল্পে পুরকর্মীরা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত সুবিধা পান। ক্যান্সার-সহ কয়েকটি নির্দিষ্ট রোগের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ থাকলেও তা ক্যাশলেস নয়, সম্পূর্ণ রিএমবার্স ভিত্তিক। অর্থাৎ আগে খরচ করে পরে বিল জমা দিলে টাকা ফেরত মেলে। এই পুরো ব্যয়ভার বহন করে কলকাতা পুরসভাই, রাজ্য সরকারের কোনও আর্থিক সহায়তা এতে থাকে না বলে খবর।

আরও পড়ুনঃ ডলারের উপর নির্ভরতার দিন শেষ, প্রচুর পরিমাণ সোনা কিনছে ব্রিকস! বদলে যাবে অর্থনীতি?

নবান্ন সবুজ পতাকা দেখাবে?

তবে শুধু স্বাস্থ্যকর্মী কেন বাকি অন্যান্য কর্মীদেরও এই একই সুবিধার আওতায় যাতে নিয়ে আসা হয় সেই দাবি দীর্ঘ দিন ধরে উঠে আসছিল পুরসভার কাছে। অবশেষে এই বিষয়ে সবুজ পতাকা দেখিয়েছে কলকাতা পুরসভা বলে জানা যাচ্ছে। এদিকে পুরসভা যদি পরিষেবা শুরু করে তাহলে কয়েক হাজার পুরকর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

Leave a Comment