নবান্ন অভিযানে আহত অভয়ায় মা, নয়া নির্দেশ পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্টের

Nabanna Abhijan

প্রীতি পোদ্দার, কলকাতা: ঠিকভাবে দায়িত্ব পালন করেনি পুলিশ! নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আরজি করের নির্যাতিতার মায়ের মাথায় চোট লাগার ঘটনায় তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দিলেন একাধিক নয়া নির্দেশ।

মামলা নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ বিচারপতির

আরজি করের ঘটনার এক বছর। গত ৯ আগস্ট নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন নির্যাতিতার পরিবার। ওই একই মিছিলে বিজেপি নেতাদেরও দেখা গিয়েছিল। তবে সম্পূর্ণ অভিযান অরাজনৈতিক ছিল। সেই অভিযানে ধর্মতলা থেকে পার্কস্ট্রিট যাওয়ার মুখে পুলিশ তাদের আটকে দিয়েছিল। তখনই পুলিশের বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি। গুরুতরভাবে আহত হন নির্যাতিতার মা। মাথায় আঘাত পেয়ে তাঁকে ভর্তি করতে হয় মনিপাল হাসপাতালে। এই ঘটনার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আর সেই মামলা নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করে বিচারপতি।

পুনরায় তদন্ত করার নির্দেশ

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার নবান্ন অভিযানে আহত আরজি করের নির্যাতিতার মায়ের সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সবদিক পর্যবেক্ষণ করেন। এবং পুলিশি তদন্তে অসন্তুষ্ট প্রকাশ করেন। তিনি জানান, ‘আইনানুগ তদন্ত হয়নি। জনমনে বিশ্বাস ফেরানোর মতো তদন্ত হয়নি।’ এরপরই হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি ডেপুটি পুলিশ কমিশনারকে দেওয়ার নির্দেশ দিলেন। শুধু তাই নয়, নিউমার্কেট ও শেক্সপিয়র সরণি তদন্ত পুনরায় খতিয়ে দেখে কলকাতার পুলিশ কমিশনারকে পুনরায় তদন্ত করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ঘোষ।

আরও পড়ুন: হাইকোর্টে জ্যোতিপ্রিয়দের জামিনের খারিজ আবেদন! রেশন দুর্নীতি মামলায় নয়া চাল ED-র

 মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ

আহত আরজি করের নির্যাতিতার মায়ের মেডিকেল রিপোর্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সেক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন যে, “বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ দিল পরিবার। অথচ পরিবার কেন চিকিৎসা সংক্রান্ত নথি পাবে না? এরপরই তদন্তকারী আধিকারিককে মনিপাল হাসপাতালের মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। শুধু তাই নয়, দ্রুত FIR দায়েরের নির্দেশও দেন বিচারপতি। একইসঙ্গে হাইকোর্ট এও জানিয়ে দেয়, ঘটনাটি অপরাধযোগ্য কি না, তা নির্ধারণ করবে তদন্তকারী আধিকারিক। তারপরেই কলকাতা পুলিশ কমিশনার পরবর্তী পদক্ষেপ নেবেন। এখন দেখার, আরজি করের মায়ের ওপর হামলার ঘটনার তদন্তে নতুন কী তথ্য উঠে আসে।

Leave a Comment