নবান্ন অভিযানে পুলিশের পায়ের তলায় জাতীয় পতাকা! ভিডিও পোস্ট অমিত মালব্যর

Nabanna Abhijan 2

সৌভিক মুখার্জী, কলকাতা: তিলোত্তমা কাণ্ডের আজ এক বছর পূর্তি। হ্যাঁ, গত বছরের 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই ঘটনায় সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়। হাইকোর্টে তাঁর দোষ প্রমাণিত হয় এবং তার যাবজ্জীবন সাজা ঘোষণা হয়। আর সেই বর্ষপূর্তি উপলক্ষে আজ শনিবার দুপুরে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিল নির্যাতিতার বাবা-মা। 

হ্যাঁ, আজ কলকাতার রাজপথে উত্তেজনার পারদ তুঙ্গে। ধর্মতলা থেকে শুরু হয়েছিল এই মিছিল। আর এই মিছিলের নেতৃত্ব দিয়েছিল বিজেপি নেতারা। সেখানে উপস্থিত ছিলেন অভয়ার মা এবং বাবা। তবে এই মিছিলে এমন কিছু ঘটনা ঘটে, যা প্রশাসনের দিকে আঙুল তোলে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাতীয় পতাকা পায়ের নীচে মাড়িয়ে যাচ্ছে পুলিশ! আর এ নিয়েই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি নেতা অমিত মালব্য।

পায়ের তলায় জাতীয় পতাকা

নবান্ন অভিযান নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নবান্ন অভিযানে হাওড়ায় জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে দিচ্ছে পুলিশ। হ্যাঁ, রাস্তাতেই পড়ে রয়েছে জাতীয় পতাকা। এই দিনেই ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল ডাক্তার অভয়া। আর সেই দিনই তাঁর শোকস্তব্ধ বাবা-মাকে লাঠিচার্জ করা হয়েছে। এমনকি সে গুরুতর আঘাতও পেয়েছে। তিরঙ্গা বহনকারী দেশপ্রেমীকদের আক্রমণ করছে ওরা। এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, যেখানে পুলিশ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে রক্ষা করে, দেশকে নয়।’

গুরুতর আহত অভয়ার মা

প্রসঙ্গত, আজ শনিবার নির্যাতিতার মা-বাবার ডাকে বিজেপির নেতৃত্বে একদল আন্দোলনকারী ধর্মতলা থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুপুর 12 টার পর পার্কস্ট্রিট মোড়ে পৌঁছতেই পুলিশের ব্যারিকেডে আটকে গেছিল তারা। এরপরে শুরু হয় তীব্র বচসা এবং ধস্তাধস্তি। আর এতে গুরুতর আঘাত পান অভয়ার মা।,মহিলা পুলিশের লাঠির আঘাতে তাঁর কপাল ফুলে যায়, এমনকি হাতের শাঁখাও ভেঙ্গে যায়। এমনটাই অভিযোগ উঠেছে।

এরপর তীব্র আঘাত পেয়ে অভয়ার মা অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ উঠছে যে, পুলিশের কাছে জল চাওয়া হলেও নাকি তারা তা দেয়নি। পরে আন্দোলনকারীরা জল জোগাড় করে এবং অভয়ার মায়ের অবস্থার উন্নতি না হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুনঃ ফুলল কপাল, ভাঙল শাঁখা! নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত অভয়ার মা

উল্লেখ্য, পার্কস্ট্রিট থেকে মিছিলে অংশগ্রহণকারী দল রেসকোর্সের দিকে অগ্রসর হচ্ছিল। তাঁদের মধ্যে অভয়ার মা-বাবা, বিজেপি নেতা কৌস্তভ বাগচী এবং প্রীতম দত্ত, সবাই ছিলেন। তবে রেসকোর্সের কাছেও একদল পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল। এখানেও পুলিশ আন্দোলনকারীদের রুখতে চেয়েছিল। 

Leave a Comment