নভেম্বরের পরই উঠবে ট্রাম্পের চাপানো অতিরিক্ত ২৫% শুল্ক, জানালেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা

India US Relations

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্কে (India US Relations) এবার নয়া মোড়। বৃহস্পতিবার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. অনন্ত নাগেশ্বরন জানিয়ে দিলেন, আমেরিকার আরোপিত অতিরিক্ত 25% শুল্ক নভেম্বরের পর প্রত্যাহার করা হতে পারে। ফলে ভারতীয় রপ্তানিকারকরা যে বিরাট স্বস্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে আদৌ কি তাই?

কী বলেছেন অর্থনৈতিক উপদেষ্টা?

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে ভি. অনন্ত নাগেশ্বরন বলেছেন, মূল 25 শতাংশ শুল্কের সঙ্গে যে অতিরিক্ত 25 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তা আসলে রাজনৈতিক পরিস্থিতির ফল। কিন্তু সাম্প্রতিক ঘটনা দেখে আমার দৃঢ় বিশ্বাস যে, 30 নভেম্বরের পর এই শুল্ক থাকবে না। তিনি আরও জানিয়েছেন, আগামী আট থেকে দশ সপ্তাহের মধ্যেই ভারত আমেরিকার মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন মিটে যেতে পারে। তিনি দাবি করছেন, অন্তরালে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

ট্রাম্পের সিদ্ধান্তে চাপে ভারত

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যে অসন্তুষ্ট হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 27 আগস্ট থেকে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিল ভারতের পণ্যগুলির উপর। এর আগে থেকেই 25% শুল্ক কার্যকর ছিল। ফলে মোট শুল্ক 50 শতাংশে দাঁড়ায়। আর এই সিদ্ধান্তে ভারতীয় রপ্তানিকারকরা বিরাট চাপে পড়েছিল।

আরও পড়ুনঃ নেপালকে সমর্থনের আশ্বাস! প্রথমবারের মতো সুশীলার সাথে ফোনালাপ মোদির

যদিও এই শুল্কের কারণে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল, তবে গত কয়েক সপ্তাহে পরিস্থিতি অনেকটাই বদলেছে। ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ইতিবাচক যোগাযোগ হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের ট্রাম্প উইশও করেছিলেন। ফলে অনেকেই আশাবাদী যে, শুল্ক সমস্যার খুব দ্রুত সমাধান হতে পারে। এখন দেখার আদৌ কী হয়।

Leave a Comment