নভেম্বরের শেষেও দেখা নেই শীতের! বাড়ছে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিকের শেষে দিকে ঠাণ্ডা বেশ অনুভূত হলেও অগ্রহায়ণের শুরুতেই কমে গিয়েছে শীত (Weather Update)। বর্তমানে নভেম্বরের শেষ প্রান্তে এসেও তাই রাজ্যে শীতের দেখা মিলছে না। উল্টে দিনের তাপমাত্রা খানিক বেড়ে যাওয়ায় কপালে হালকা ঘাম দেখা যাচ্ছে। শুধু কি তাই? অনেক জায়গায় এখনো পর্যন্ত ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে। গত কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগামী কিছু দিন নাকি এমনই আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। অন্যদিকে মালাক্কা প্রণালীতে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশপাশি নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এদিকে নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়বে না ঠিকই তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। অর্থাৎ তাপমাত্রা কমার বদলে উল্টে বাড়তে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে তাপমাত্রা সামান্য কমলেও দুপুরে কড়া রোদের দেখা পাওয়া যাবে। তবে আশা করা যাচ্ছে আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে। সকালে ও রাতে তাপমাত্রা কম থাকবে। কলকাতায় ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে পারদ। পশ্চিমের জেলাগুলি আরও নামতে চলেছে তাপমাত্রা। রাতে শিশির পড়বে, খুব সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: “আর কত প্রাণ যাবে..?” কৃষ্ণনগরে BLO মৃত্যু ঘটনায় ফের কমিশনকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পার্বত্য এলাকায়। কালিম্পং-এর কিছু এলাকাতেও হবে বৃষ্টি। আগামীকালও স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও বড় কোনও তাপমাত্রা পতনের খবর নেই। সেখানে আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে বলে অনুমান। তবে আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিংয়ের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে শিশির পড়বে তবে ভোরের দিকে বা খুব সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি নভেম্বর মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। এমনকি ডিসেম্বরের শুরুতেও বড় ধরনের ঠান্ডার সম্ভাবনা নেই।

Leave a Comment