প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত (Weather Update) পড়তে শুরু করেছে রাজ্যে। মাঝের কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের পথে ব্যাপক বাঁধার সৃষ্টি হয়, যার ফলে এক লহমায় শীত কমে গিয়েছিল। তবে দিন কয়েক পর থেকেই শীত ধীরে ধীরে ফের আবির্ভাব হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং জোড়া নিম্নচাপের অস্থিরতা থাকলেও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে এর কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং হালকা শীতের আমেজ অনুভূত হবে।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্ব শ্রীলঙ্কা উপকূল ও ভারত মহাসাগরের সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ অবস্থান করছে। যার ফলে সমুদ্র ব্যাপক উত্তাল থাকলেও, রাজ্যে এর কোনও প্রভাব নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা শীতল এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের একটু নিচে থাকতে পারে তবে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রায় বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, কিন্তু ভোরে এবং রাতে শীত অনুভূত হবে। দিনভর আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও উপকূলবর্তী এলাকাসহ কয়েকটি জেলায় হালকা কুয়াশা দেখা যাবে।
আরও পড়ুন: টেস্টে দৈন্যদশা, আর রাখা হচ্ছে না গম্ভীরকে? নীরবতা ভাঙল BCCI
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও হালকা শীতল এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এখানে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। দার্জিলিংয়ে ন্যূনতম তাপমাত্রা নামবে ৫ ডিগ্রিতে পৌঁছবে। রাত যত বাড়বে ততই শীতের দাপট আরও বাড়বে। কিছু এলাকায় ঘন কুয়াশাও পড়তে পারে। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।