নভেম্বরে একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, ঘুরতে যাওয়ার আগে দেখুন তালিকা

kharagpur division Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ নভেম্বর মাস পড়তে আর বেশি দেরি নেই। আর নভেম্বর মাস মানেই হল শীতের আগমন ঘটা। আর এই সময়ে দেশের যে কোনও জায়গায় ঘুরতে যাওয়ার আদর্শ সময়। কিন্তু এমন সময়ে আপনি যদি জানতে পারেন আপনার ট্রেন বাতিল (Train Cancelled) হয়ে গিয়েছে তাহলে আপনার মনের অবস্থা কেমন হবে? খারাপ লাগবে নিশ্চয়ই। আসলে রেলের তরফে নভেম্বর মাসে বহু ট্ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। আপনারও যদি ট্রেনের টিকিট কাটা হয়ে থাকে বা কাটবেন বলে ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য।

নভেম্বরে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। ইতিমধ্যে যাত্রীদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে খড়গপুর ডিভিশন। ইতিমধ্যে খড়গপুর টাটা শাখায় বাতিল করা হয়েছে ট্রেনগুলি। নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন নভেম্বর মাসে বাতিল থাকবে? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

রেলের তরফে জানানো হয়েছে, পুরী শালিমার এক্সপ্রেস আগামী ১৩, ২০, ১৬ এবং ২৩ নভেম্বর, শালিমার-পুরী এক্সপ্রেস আগামী ১৪, ২১, ১৬, ১৭, ২৩ এবং ২৪ নভেম্বর, শালিমার-পাটনা এক্সপ্রেস ১৪, ১৭, ১৯ এবং ২১ নভেম্বর, পাটনা-শালিমার এক্সপ্রেস ১৫, ১৮, ২০ এবং ২২ নভেম্বর বাতিল থাকবে।

এর পাশাপাশি উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস ১৫ নভেম্বর, শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস ১৬ নভেম্বর, শালিমার-ভাস্কো দা গামা-শালিমার এক্সপ্রেস ১৭ এবং ২০ নভেম্বর, হাওড়া-পুরী এক্সপ্রেস ১৮ থেকে ২১ নভেম্বর, পুরী হাওড়া এস্কপ্রেস ১৯ থেকে ২২ নভেম্বর, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস ১১ এবং ১৮ নভেম্বর, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস ১২ এবং ১৯ নভেম্বর, শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ১২ এবং ১৯ নভেম্বর, সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস ১৪ এবং ২১ নভেম্বর, তিরবনন্তপুরম সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস ১৩ এবং ১৫ নভেম্বর এবং শালিমার-তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস বাতিল থাকবে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Leave a Comment