প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের মাঝামাঝি এসে ভোকাট্টা শীত (Weather Update)! প্রথমদিকে তাপমাত্রা হঠাৎ করে কমতে শুরু করায় গ্রাম থেকে শহর-সব জায়গাতেই শীতের আমেজ তৈরি হয়েছিল। যার দরুন অনেকেই শীতের প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। গরম সোয়েটার পরেও অনেকে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু হঠাৎ করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দাপটে সেই শীতের দাপট হঠাৎ থমকে গিয়েছে। শুধু তাই নয় সঙ্গে। এড়েছে কুয়াশার দাপট। তাই স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগছে কবে থেকে নামবে জাঁকিয়ে শীত।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বাড়ছে। এমনিতেও গত দুইদিন ধরে তাপমাত্রা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। তাই আশঙ্কা করা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে যেতে পারে। যদিও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কেটে যাবে ঘূর্ণাবর্ত মেঘ, আর তারপরেই নামবে শীত। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দিনের বেলায় রোদের উপস্থিতি বেশি অনুভূত হতে পারে। যার দরুন দিনের বেলায় অস্বস্তি গুমোট ভাব থাকবে। এছাড়াও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়তে চলেছে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায়।
আরও পড়ুন: “শীঘ্রই SIR থামান…” জলপাইগুড়িতে BLO-র আত্মহত্যার কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও একই অবস্থা শীতের আবহাওয়ার। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাকি কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। এখানেও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে