নম্বর কমল পরশুরামের, টিআরপি তালিকায় লাফ বিদ্যা ব্যানার্জির! সেরা কে? দেখুন লিস্ট

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ কখনও জনপ্রিয় বাংলা ধারাবাহিক বন্ধ হচ্ছে, তো কখনও আবার সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নায়িকা। এই সকল বিষয় নিয়ে ইতিমধ্যে উত্তাল হয়ে রয়েছে টলিপাড়া। এসবের মাঝেই আজ বৃহস্পতিবার আবার বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড অর্থাৎ টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেল। আর প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চমকে গিয়েছেন দর্শকরা। এদিকে দীর্ঘ কিছু টানাপোড়েনের জেরে আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে বহু সিরিয়ালের রেটিংস বেশ খানিকটা কমে গিয়েছে। আচমকা ঠিক কী হল তা নিয়ে ভাবছেন দর্শকরা। যাইহোক, এতকিছুর মধ্যেও আপনিও কি জানতে আগ্রহী যে কোন সিরিয়াল চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে? তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট।

চলতি সপ্তাহের বেঙ্গল টপার কে?

নানা বিতর্কের মধ্যেই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকায় বিরাট চমক দেখা গিয়েছে। টেলিপর্দায় জার্নি শুরুর পর থেকেই ঝোড়ো ব্যাটিং করেছে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বোসের সিরিয়াল ‘পরশুরাম আজকের নায়ক’। প্রায় প্রথম থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে এই সিরিয়াল। তা প্রকাশ পেয়েছে টিআরপি তালিকাতেও। যদিও দুর্গাপুজোর পর থেকে এই মেগার টিআরপি বেশ খানিকটা কমে গিয়েছিল। কিন্তু সেই যে কথায় আছে না ওস্তাদের মার শেষ রাতে, এই সিরিয়ালের ক্ষেত্রেও কথাটা যেন ফলে গিয়েছে। প্রতি সপ্তাহে এই মেগা চমকে দিচ্ছে, কখনও বেঙ্গল টপার হয়ে তো কখনও তৃতীয়, চতুর্থ হয়ে। এই সপ্তাহেও তার ব্যতিক্রম ঘটল না। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, এই সপ্তাহেও বেঙ্গল টপারের তকমা পেল স্টার জলসার এই মেগা ধারাবাহিক।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে ৬.৮ রেটিংস পেয়ে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম। অপরদিকে প্রথম শুরু হয়েই দ্বিতীয় স্থান দখল করল বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকটি। এই মেগাটির প্রাপ্ত নম্বর ৬.৬। অপরদিকে জি বাংলার পরিণীতা এবারেও ভালো ফল করেছে। চলতি সপ্তাহে ৬.৩ রেটিংস পেয়ে তৃতীয় হয়েছে এই মেগাটি।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরশুরাম 6.8
  • দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি 6.6
  • তৃতীয়- পরিণীতা 6.3
  • চতুর্থ- রাঙামতি, জগদ্ধাত্রী 6.1
  • পঞ্চম- চিরদিনই তুমি যে আমার, দাদামণি 6.0
  • ষষ্ঠ- ফুলকি 5.8
  • সপ্তম- চিরসখা, জোয়ার ভাঁটা 5.7
  • অষ্টম- ও মোর দরদিয়া, লক্ষ্মী ঝাঁপি 5.4
  • নবম- কম্পাস 5.0
  • দশম- কনে দেখা আলো, তুই আমার হিরো 4.8

Leave a Comment