নয়া বিতর্কে মহুয়া মৈত্র! করিমপুরের মাঠে বিয়ের রিসেপশন করে নিশানায় তৃণমূল সাংসদ

Mahua Moitra Reception Controversy

প্রীতি পোদ্দার, করিমপুর: চলতি বছরের গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে চার হাত এক হয়েছিল দুই রাজনীতিবিদ ৬৫ বছরের পিনাকী মিশ্র এবং ৫১ বছরের মহুয়া মৈত্রর। যদিও বন্ধুত্ব ছিল তাঁদের গত কয়েক বছরের। মহা আড়ম্বরে জাঁকজমকপূর্ণ ভাবে দু’জনেরই এই দ্বিতীয় নিয়ে সুসম্পন্ন হয়। এদিকে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রর বিয়ের রিসেপশনেও ছিল রাজকীয় আসর। গত শনিবার, নদিয়ার করিমপুরে সন্ধ্যায় বসেছিল সেই আসর। কিন্তু এবার নির্বাচনের আগেই এই রিসেপশনকে ঘিরে শুরু হল আরও এক নতুন বিতর্ক (Mahua Moitra Reception Controversy)।

মহুয়া মৈত্রের রিসেপশন ঘিরে বিতর্ক!

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শনিবার, নদীয়ার করিমপুরে কোটি টাকার আলোকসজ্জা, বিশাল প্যান্ডেল, এলাহি খাওয়ার ব্যবস্থা সব মিলিয়ে এক অভিজাত ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই আয়োজন নিয়ে এবার ক্ষুব্ধতা প্রকাশ করল স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক অনুরোধের পরেও করিমপুর রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে ধর্মীয় অনুষ্ঠান বা সাধারণ মানুষের মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি, এদিকে সেই মাঠেই রাজনীতিবিদদের ক্ষমতার কারণে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এই একই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন কৃশানু সিংহ। তিনি প্রশ্ন করেন, “যেখানে জনসাধারণের উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি মেলে না এই মাঠে সেখানে কীভাবে একজন সাংসদের বিয়ের জন্য প্রশাসন অনুমতি দিতে পারে?

এলাহি আয়োজন রিসেপশনে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকাল থেকেই নদিয়ার করিমপুর রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে বিয়ের রিসেপশন পার্টি নিয়ে নানা তোড়জোড় শুরু হয়েছিল। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দু’টি বাসে করে নাকি রাঁধুনি দলের সদস্যরা এসে পৌঁছেছে। মেনুতে ছিল সাদা ভাত, পোলাও, মুগ ডাল, পাবদা মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস, চাটনি, মিষ্টি এবং আইসক্রিম। এদিকে বেলা বাড়তেই এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। কমপক্ষে সেই অনুষ্ঠানে প্রায় ৮ হাজার অতিথি আমন্ত্রিত ছিল। তাই প্রশাসন বিকেল ৩ টের পর থেকেই করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে গোটা করিমপুরে স্থানীয়দের যাতায়াতে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়! শীঘ্রই ‘জেলমুক্তি’ পার্থর, আজই অষ্টম সাক্ষ্যগ্রহণ

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রেরর বিবাহের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক রাজনীতিবিদ। ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সহ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল সভানেত্রী বর্ণালী দে এছাড়াও আরও অনেকে। কিন্তু অনুষ্ঠান মিটতেই স্থানীয়দের শোরগোল বড় আকার নেয়।

Leave a Comment