নয়া লুক, নয়া অবতারে ফিরছে রয়্যাল এনফিল্ডের Guerrilla 450! জানুন ফিচার্স থেকে দাম

Guerrilla 450

সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকারদের জন্য বিরাট সুখবর। কারণ রয়েল এনফিল্ড আবারো দিল চমক। হ্যাঁ, এবার তাদের জনপ্রিয় Guerrilla 450 বাইক হাজির হল নয়া লুকে। ব্রান্ডের বিশেষ অনুষ্ঠান লঞ্চ করা হয়েছে Shadow Ash নামের এক আকর্ষণীয় ডুয়াল টোন কালার অপশন। তবে দামই বা কত, আর ফিচার্স কী রয়েছে? চলুন জেনে নেব আজকের প্রতিবেদনে।

দাম কত এই মডেলের?

জানিয়ে রাখি, নতুন Shadow Ash Guerrilla 450 Dash Variant-এর এক্স শোরুম দাম রাখা হচ্ছে 2.49 লক্ষ টাকা। আর এই ভ্যারিয়েন্টটি শুধুমাত্র Dash সিরিজের বাইকে পাওয়া যাবে। প্রসঙ্গত, অ্যানালগ, ড্যাশ এবং ফ্ল্যাশ ভ্যারিয়েন্ট মিলিয়ে Guerrilla 450 মোট সাতটি রঙের অপশনে পাওয়া যাবে। আর এগুলির দাম শুরু হচ্ছে 2.39 লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম 2.54 লক্ষ টাকা পর্যন্ত।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

জানা যাচ্ছে, Guerrilla 450 বাইকটি চলবে শক্তিশালী 452cc Sherpa ইঞ্জিন দিয়ে, যা রয়্যাল এনফিল্ডের Himalayan 450-এ ব্যবহৃত হয়। আর এটি মূলত 40bhp পাওয়ার এবং 40Nm টর্ক উৎপন্ন করতে পারবে। থাকবে 6-স্পিড গিয়ার বক্স এবং স্লিপ-অ্যান্ড-অ্যাসিস্ট ক্লাচ। ফলে শহরের রাস্তা বলুন, কিংবা লং রাইড, যেকোনো জায়গায় সেরা পারফরম্যান্স দেবে এই বাইক।

চমক দিয়েছে লঞ্চ ইভেন্ট

তবে পুণেতে আয়োজিত এর লঞ্চ ইভেন্টে এক অনন্য আন্ডারগ্রাউন্ড স্ট্রিট কালচার ফেস্টিভ্যাল তৈরি হয়েছিল। যেখানে 3000 বাইকপ্রেমী উপস্থিত ছিল। আর স্টেজ মাতিয়েছিলেন ডিজে ক্রেটেক্স, ডিজে ফ্রাঙ্কি এবং স্ট্রিট ফোর্স ক্রুর মতো সব আর্টিস্টরা।

আরও পড়ুনঃ পণের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা! অভিযুক্ত স্বামী বিপিনকে এনকাউন্টার করল যোগীর পুলিশ

কবে থেকে শুরু হবে বুকিং?

জানা যাচ্ছে, নতুন Guerrilla 450-এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামীকাল অর্থাৎ 25 আগস্ট থেকেই বাইকটির রিটেইল সেল শুরু হবে গোটা ভারতে। এখন শুধু আর মাত্র একটা দিনের অপেক্ষা।

Leave a Comment