প্রীতি পোদ্দার, কলকাতা: নদী থেকে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল পুরোনো জটায়ু এবং জগন্নাথ দেবের মুর্তি! বীরভূমের (Birbhum) নলহাটি জগধারী ব্রাহ্মণী নদীর ঘটনা। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত হই হুল্লোড় পরে গিয়েছে এলাকা জুড়ে। ভিড় জমিয়েছে এলাকাবাসী।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, গত সোমবার, বীরভূমের নলহাটি জগধারী ব্রাহ্মণী নদীতে মাটি খুঁড়তে গিয়ে দেখা মিলল এক ঐতিহাসিক নিদর্শন। বহুযুগ পুরোনো জটায়ু এবং জগন্নাথ দেবের মুর্তি পাওয়া গেছে ওই এলাকা থেকে। আর সেই নিদর্শন চোখে দেখবে জন্য এলায় ভিড় জমিয়েছেন স্থানীয়রা। হইহই রব উঠেছে চারিদিকে। অনেকেই ভক্তিভরে দুই হাত দিয়ে প্রণামও করেছেন। বেশ কিছুদিন থেকে নলহাটি ব্রিজের পাশে ব্রাহ্মণী নদীতে মাটি খননের কাজ চলছিল। কিন্তু হঠাৎ করে এই নিদর্শন মেলায় ঘাবড়ে গিয়েছে শ্রমিকরা। অনুমান করা হচ্ছে হয়তো এগুলি গুপ্ত যুগের বা মোগল যুগের।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ পাচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে চলবে কোন রুটে?
বীরভূমে গুপ্ত যুগের ধ্বংসাবশেষ!
এর আগেও এলাকায় বহু পুরানো নিদর্শন পাওয়া গিয়েছিল মাটি খুঁড়ে, কিন্তু কেন এই পুরনো নিদর্শন এই এলাকা জুড়েই মিলছে তার যথার্থ কারণ জানা যায়নি। তবে ইতিহাস মারফৎ জানা গিয়েছে, গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র বা পাটনা। সেক্ষেত্রে বীরভূমে গুপ্ত যুগের ধ্বংসাবশেষ থাকতেই পারে। এছাড়াও মুঘল যুগেও বীরভূম একটি অন্যতম ব্যবসায়ী কেন্দ্র হিসেবে প্রাধান্য পেত। এমনকি পাশাপাশি ব্রিটিশ আমলেও বিভিন্ন ধরনের ব্যবসা হত এই বীরভূম জুড়ে। তাই সেক্ষেত্রে এই নিদর্শন খুঁজে পাওয়া নতুন কোনো বিষয় নয়।
আরও পড়ুন: দিল্লিতে সাংসদদের হেনস্তা নিয়ে ফুঁসে উঠলেন অভিষেক, দিলেন রুখে দাঁড়ানোর বার্তা
প্রসঙ্গত, মাটি থেকে খুঁড়ে পাওয়া এই অমূল্য সম্পদ ইতিহাসের ভবিষ্যৎ রচনার ক্ষেত্রে নয়া ভূমিকা পালন করে থাকে। তাই সেক্ষেত্রে এঘুকি সংরক্ষণ করা জরুরি। সঠিক পরিকল্পনা থাকলে এই গ্রাম আগামিদিনে পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে একটি ঐতিহ্যবাহী জায়গা দখল করে নিতে পারে। ইতিহাসপ্রেমীদের কাছেও এই জায়গা রিসার্চ বা গবেষণা করার এক অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। তাইতো এলাকার স্থানীয় বাসিন্দারাও চাইছেন এই মূর্তি গুলি সংরক্ষণ করা হোক।