প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তাই দিল্লির দাপুটে নেতারা লাগাতার পশ্চিমবঙ্গে আসছেন জনসংযোগ বৃদ্ধি এবং দলীয় কর্মীদের উপদেশ দিতে। সম্প্রতি গত ৩০ ডিসেম্বর তিন দিনের সফরে রাজ্যে আসেন অমিত শাহ। তবে সেবার জনসভা না করে সাংগঠনিক সভায় করেছিলেন তিনি৷ এবার বঙ্গ বিজেপি কর্মীদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দুইদিনের বঙ্গ সফরে এলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। আজই ছিল বৈঠক। কিন্তু বৈঠকের মাঝেই হঠাৎ মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) নিরাপত্তা বাহিনীর আইপিএস ঢুকে পড়ায় তৈরি হয় শোরগোল।
বৈঠকে মমতার নিরাপত্তা বাহিনীর সদস্য
রিপোর্ট মোতাবেক, আজ সল্টলেক সেক্টর ফাইভের এক হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নেতৃত্বে বৈঠক চলছিল রাজ্য বিজেপির। মিটিং চলাকালীন ঠিক সেই সময়েই আচমকা হোটেলে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনীর এক আইপিএস সুমিত কুমার। তিনি রাজ্য পুলিশের ডিআইজি পদে রয়েছেন। নড্ডার বৈঠকস্থলে বিরোধী শাসকদলের সদস্যের এরূপ আগমনে প্রশ্নের মুখে পড়েন তিনি। সেই সময় ওই আইপিএস জানান, “একজনকে খুঁজতে এসেছিলাম!” আর এই উত্তর দিয়েই হোটেল থেকে বেরিয়ে যান তিনি। আর তাতেই বিজেপি শিবিরে কৌতূহল আরও বেড়ে যায়।
কৌতুহল বাড়ছে দলের অন্দরে
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ, বৃহস্পতিবার সকালেই সাংগঠনিক কর্মসূচিতে ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের ওই হোটেলে নড্ডাদের বৈঠক চলছিল। বৈঠকে নড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ ছাড়া বিভিন্ন জেলা সভাপতি এবং সাংগঠনিক বিভাগের আহ্বায়কেরাও ছিলেন। এদিকে আজই সল্টলেকে আইপ্যাক-এর দফতরে ED হানা দিয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে থমথমে পরিবেশ ছিলই আর এমতাবস্থায় নাড্ডার হোটেলে আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আইপিএস হাজির হওয়ায় বেশ শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: আবাস থেকে পাকা রাস্তা সহ তিন কর্মসূচি নিয়ে মেগা প্ল্যান নবান্নর
জানা গিয়েছে, যে পথে হোটেল চত্বরে প্রবেশ করেছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যুক্ত থাকা পুলিশকর্তা, সাংবাদিকদের মুখোমুখি হওয়ায় সেই পথ দিয়েই আবার বেরিয়ে যান। এই ঘটনায় কেউ কেউ অনুমান করছেন, সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই হোটেল চত্বর থেকে বেরিয়ে যান তিনি। নড্ডার বৈঠককক্ষের ভিতরেও এই খবর পৌঁছয়। নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। আদতে এই পুলিশকর্তা ভুল করে ঢুকে পড়েছেন কিনা সেই নিয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। এদিকে জানুয়ারির তৃতীয় সপ্তাহেই আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে জোড়া সভা করবেন তিনি। সেক্ষেত্রে নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে তার দিকে নজর রাখা হয়েছে।
Alright guys, I’m on the hunt for a new sportsbook and 88vinbet1 keeps popping up. Anyone got firsthand experience? Good odds? Quick payouts? Let me know. Check out the site here 88vinbet1.