সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারে ভোটার তালিকায় হঠাৎ করেই 65 লক্ষ নাম বাদ পড়েছে। বিষয়টি নিয়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য সহ দেশে। তবে এরই মধ্যে অবশেষ স্বস্তির খবর দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court on SIR)। যাদের নাম বাদ গিয়েছে, তারা পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসেবে ব্যবহার করতে পারবে।
আদালতের কড়া নির্দেশ
Live Law-র রিপোর্ট অনুযায়ী, এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাদ পড়া ভোটারদের নামের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আর কেন তাদের নাম বাদ পড়েছে সেই কারণগুলিও তালিকায় উল্লেখ করতে হবে। ইপিআইসি নম্বর দিয়ে সার্চ করলে যেন অনলাইনে সমস্ত তথ্য দেখা যায়, সেই ব্যবস্থাও করতে হবে। এমনকি শুধুমাত্র অনলাইনে নয়, বরং স্থানীয় বিডিও অফিস ও পঞ্চায়েত ভবনেও তালিকা টাঙাতে হবে।
#BREAKING| Publish On Website List Of Voters Omitted In Bihar SIR With Reasons; Specify Aadhaar Card Can Be Submitted: Supreme Court Directs ECI |@DebbyJain #SupremeCourt #ElectionCommision #BiharSIR https://t.co/yW6zUwXeLV
— Live Law (@LiveLawIndia) August 14, 2025
এদিকে আগে ভোটার তালিকায় নাম ফেরানোর জন্য আধার কার্ড যথেষ্ট ছিল না। তবে এবার আদালত জানিয়ে দিল যে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আধার কার্ডকেই প্রমাণ্য ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। তবে আদালত এও জানিয়েছে যে, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র বাসস্থানের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ এখনই ছাড় নয়! ভিনরাজ্যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে স্থগিতাদেশে না সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মামলাটি করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। আর তাদের অভিযোগ ছিল যে, নির্বাচন কমিশন বিহারে 65 লক্ষ ভোটারের নাম মুছে দিয়েছে। অথচ কোন ভিত্তিতে বা কেন মুছে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। এদিকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে, আগামী মঙ্গলবারের মধ্যেই এই পদক্ষেপ কার্যকর করতে হবে।