প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে SSC তালিকা প্রকাশ করার আগেই এবার অযোগ্যদের তালিকা ফাঁস হল বিভিন্ন সংবাদমাধ্যমে! আর এই নিয়ে মাথায় হাত কমিশনের। এদিকে তালিকা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কারণ এই অযোগ্যদের তালিকায় নাম খুঁজে পাওয়া গিয়েছে শাসকদলের একাংশের। আর সেই কারণে এবার মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজই অযোগ্যদের তালিকা প্রকাশ
অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলে আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছিল, এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে। প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তার পরেও কেন তালিকা প্রকাশ করা হয়নি। এমতাবস্থায় আজ সেই তালিকা প্রকাশের কথা জানায় SSC।
তালিকায় উঠে এল শাসকদলের নাম
উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে আজ অর্থাৎ শনিবারের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ হতে পারে। দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করার আগেই সেই তালিকা ফাঁস হয়ে গেল প্রকাশ্যে। আর তাতেই নাকি উঠে এসেছে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম। শুধু তাই নয়, এই অযোগ্যদের তালিকায় এক তৃণমূল বিধায়কের মেয়ের নামও যেমন পাওয়া গিয়েছে তেমনই আবার তৃণমূলের এক পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নামও রয়েছে বলে জানা যাচ্ছে।
SSC তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক
হিসেব মতো অযোগ্যদের তালিকায় প্রায় ১৯০০ জনের নাম রয়েছে বলে জানিয়েছিল কমিশন। যা আজ দুপুরে সরকারি ভাবে SSC প্রকাশ করবে বলেছিল। কিন্তু সেই তালিকা বিভিন্ন সংবাদমাধ্যমে আগাম ফাঁস হয়ে যাওয়ায় সকাল থেকেই হুলস্থূল কাণ্ড। অভিযোগ উঠেছে, নবম-দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগির প্রার্থীর সংখ্যা ছিল ৯৯৩ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর তালিকা তৈরি হয়েছিল ৮১০ জনকে নিয়ে। এর মধ্যে নবম দশমে ওএমআর শিট (OMR) জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। এছাড়া র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন বহু। আর সেই তালিকায় শাসকদলের নেতাদের ছেলে মেয়ে যুক্ত থাকায় বিতর্ক এক অন্য মাত্রা নিয়েছে।
আরও পড়ুন: গলায় কালশিটে দাগ, জামাকাপড়ে লেগে রক্ত! আসানসোলে জঙ্গল থেকে উদ্ধার যুবতীর দেহ
কী বলেছেন সুকান্ত এবং শুভেন্দু?
অযোগ্যদের তালিকা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘এ হল স্বজনপোষণ ও দুর্নীতির চরমতম নিদর্শন’। তবে, প্রকৃতপক্ষে অযোগ্যদের তালিকা এর থেকে নিশ্চয়ই অনেক বেশি। সরকার চেপে যাচ্ছে। তবে এই অনাচার বেশিদিন চেপে রাখা যাবে না। শাস্তি হবেই।” কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীও। তিনি বলেছেন, “ রাজ্যের শিক্ষা ব্যবস্থার খুবই করুন অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এখনই পদত্যাগ করা। যারা রাজ্যের তরুণ প্রজন্ম ও যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খেলে তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। বাংলা এবার বিচার চায়।”