বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে বালি পাচার কেলেঙ্কারি কাণ্ডে এবার আদালতের চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা যাচ্ছে, ইডির 4,700 পাতার চার্জশিটে বাংলায় 145 কোটি টাকার বালি পাচার কেলেঙ্কারির হিসাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চার্জশিটে নাম উঠেছে এক ব্যবসায়ী সহ 18 জন অভিযুক্তের। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক ধারণা, এ কজন ছাড়াও আরও অনেকেই বালি পাচার কাণ্ডে জড়িত। এই কেলেঙ্কারিতে নাম থাকতে পারে বেশ কয়েকটি সংস্থারও।
ইডির নজরে 14টি সংস্থা
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আদালতে চার্জশিট পেশ করে এক ব্যবসায়ী সহ 18 জন অভিযুক্তের নাম উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে বালি পাচার কাণ্ডে নাম জড়িয়ে থাকতে পারে 14টি সংস্থার। আদালতে সেই তথ্য উল্লেখ করে আগামী দিনে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
অবশ্যই পড়ুন: IPL না খেলেই ৯.২০ কোটি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান? রইল উত্তর
ইডির 4,700 পৃষ্ঠার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেশ কয়েকটি সংস্থা রাজ্যজুড়ে বালি পাচারের সাথে যুক্ত ছিল। শুধু তাই নয়, ইডি আধিকারিকরা মনে করছেন, এই সংস্থাগুলি বাংলার বিভিন্ন স্থানে এমনকি আইনের চোখকে ফাঁকি দিয়ে বাইরের রাজ্যগুলিতেও বালি পাচার থেকে শুরু করে অন্যান্য একাধিক বেআইনি কর্মকান্ড পরিচালনা করেছে।
অবশ্যই পড়ুন: গম্ভীর কোচের পদ ছাড়লেই ২০২৬ এ টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন বিরাট কোহলি, বড় খবর
বলাই বাহুল্য, এর আগে গত বছরের নভেম্বরে তল্লাশি অভিযান চালিয়ে হাওড়ার বালি থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিলেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, অভিযুক্তরা কমপক্ষে 78 কোটি টাকার দুর্নীতির মামলায় জড়িত।
তদন্তকারীরা সন্দেহ করছেন, বাংলায় বালি পাচার কান্ডে যে অর্থ এসেছেন সেই তহবিলের একটা বড় অংশ হাওয়ালা চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে। চার্জশিট অনুযায়ী, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বালি পাচার কান্ডের অভিযুক্তরা অর্থ বিদেশে পাঠিয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হয়েছে।