নাশ হবে শত্রুর, আপগ্রেডেড পিনাকা রকেট লঞ্চার পাবে ভারতীয় সেনা!

Indian Army to get upgraded Pinaka Multi Barrel Rocket Launcher soon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুকে ঠেকাতে ভারত এখন একাই একশো। দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্রই হয়ে উঠেছে চিন, পাকিস্তানের মতো বিরোধী পক্ষের কাল! এবার ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, ভারতের পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার (Pinaka Multi Barrel Rocket Launcher) সিস্টেমের ওভারহল, আপগ্রেড এবং মেইনটেনেন্স এর দায়িত্ব পেয়েছে দেশীয় সংস্থা লারসন অ্যান্ড টুব্রো। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের এই অর্ডার পেয়েছে তারা।

শক্তি বাড়ছে ভারতের পিনাকা রেজিমেন্টের

বিগত দিনগুলিতে, ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়াতে একের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। নতুন নতুন অস্ত্রে সেজেছে সেনাবাহিনীর অস্ত্র ভান্ডার। সেইসব অস্ত্রের তালিকায় আছে আধুনিক যুদ্ধের জন্য ভারতের অন্যতম ভরসা পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম। এবার তারই আপগ্রেডেশনের পথে ভারত। এ নিয়ে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত, ভারতীয় সেনাবাহিনীর হাত ধরে এল অ্যান্ড টি যে অর্ডার পেল তাতে ভারতের বর্তমান পিনাকা রেজিমেন্টের ক্ষমতা অনেকটাই বাড়বে।

এ প্রসঙ্গে রকেট লঞ্চার সিস্টেম আপগ্রেডের দায়িত্ব হাতে পাওয়া সংস্থাটি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর তরফে এমন উদ্যোগ এটাই প্রথম যেখানে সরাসরি ভারতীয় সেনার সাথে কোনও বেসরকারি সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সংস্থাটি বলছে, এই উদ্যোগে আর্টিলারি সিস্টেমের লাইফ সাইকেল সাপোর্ট এ জোর দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিশেষ কর্মসূচির অধীনে এবার পুরনো এবং অচল হয়ে যাওয়া যন্ত্রাংশ প্রতিস্থাপন, গুরুত্বপূর্ণ আপগ্রেড এবং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বেসগুলিকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: ট্রেনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, দুর্ঘটনার থেকে রক্ষা পাবে বন্দে ভারত স্লিপার, জানাল রেল

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO র অধীনে পিনাকার রকেট লঞ্চার সিস্টেম তৈরি করেছিল পুনের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট স্টাবলিশমেন্ট। এই পিনাকা ভারতের জন্য যুদ্ধের বর্ম। সম্প্রতি সেই সিস্টেমের আপগ্রেডেশনের জন্য রতন টাটার সংস্থা টাটা অ্যাডভ্যান্স সিস্টেমকেও বিশেষ দায়িত্ব দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এবার একই পথ ধরে পিনাকার শক্তি দ্বিগুণ করার দায়িত্ব পেল দেশীয় সংস্থা এল অ্যান্ড টি।

Leave a Comment