বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার এড়াতে পারেনি ভারত (India Vs New Zealand)। যার দায়ভার গিয়ে পড়ে দলের প্রত্যেকের উপর। এর আগে চোটের কারণে ছিটকে যাওয়া টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হয়েছিল গৌতম গম্ভীরের স্নেহের পাত্র অয়ুষ বাদোনিকে। তবে অবাক করা বিষয়, রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর বদলে নামানো হয় নীতিশ কুমার রেড্ডিকে। তবে নামামাত্রই একেবারে ব্যর্থতায় নিজেকে জড়িয়ে ফেলেছিলেন তিনি। সেটাই সহ্য হচ্ছে না ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের। 22 বছরের তরুণ ক্রিকেটারকে এবার সমালোচনায় ভরিয়ে দিলেন তিনি!
নিউজিল্যান্ডের কাছে হারের পর বাদ পড়তে পারেন নীতিশ?
বুধবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 20 র বেশি দান করতে পারেননি নীতিশ কুমার। পরবর্তীতে 2 ওভার বল করে 13 রান দিলেও তুলতে পারেননি একটি উইকেটও। এবার ভারতীয় ক্রিকেটারের সেই ব্যর্থতা নিয়েই সহকারি কোচ রায়ান টেন দুশখাতে জানালেন, “ওকে ম্যাচ খেলার জন্য সময় দেওয়া নিয়ে প্রায়শই আমাদের কথা হয়। কিন্তু সমস্যা হচ্ছে, ওকে ম্যাচ খেলানো হলেও সেভাবে পরিশ্রম করতেই পারে না। দলের জন্য সাম্প্রতিককালে কিছুই করতে পারছে না ও। দলে জায়গা করার চেষ্টা করে থাকলে, আরও পরিশ্রম করতে হবে। ও কিন্তু আজ ব্যাট হাতে ভাল সুযোগ পেয়েছিল। 15 ওভার সহজেই খেলতে পারতো। জাতীয় দলে ধারাবাহিকভাবে জায়গা করতে হলে কিছু তো করতে হবে।”
বলাই বাহুল্য, সাম্প্রতিককালে ওয়ানডেতে ব্যর্থ নীতিশ কুমার রেড্ডি। তবে প্রশ্ন, গতকালের ম্যাচে তাঁকে নেওয়ায় পরেও কেন দুই ওভারের বেশি বল করতে দেওয়া হল না? অনেকেই বলছেন, একদিনের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে কিছুটা সময় লাগবে ওর, সে জন্য তো সুযোগটা ভালভাবে দিতে হবে। হিসেব করে দেখতে গেলে, একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও। দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে ডাহা ফেল করেছেন তিনি। ব্যাট করতে নেমে পেয়েছিলেন 27 রান। কিন্তু তাও নীতিশকেই কেন নিশানা করলেন টিম ইন্ডিয়া সহকারি কোচ? অনেকেই দুশখাতের এমন বক্তব্যের মধ্যে দিয়ে নীতিশকে ছাঁটাইয়ের গন্ধ পাচ্ছেন।
অবশ্যই পড়ুন: ৩১ বছর বয়সেই ক্রিকেট থেকে বিদায় নিলেন KKR এ খেলা ভারতের বিস্ময়কর স্পিনার
উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও ধেরিয়েছিল ভারতের মিডল অর্ডার। এদিন বিরাট কোহলি থেকে শুরু করে শ্রেয়স আইয়ার সে অর্থে রান পাননি কেউই। একমাত্র কে এল রাহুলই ভারতের কঠিন সময়ে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল। তাঁর 112 রানের কাঁধে চেপেই নিউজিল্যান্ডকে অন্তত 285 রানের লক্ষ্য দিয়েছিল ভারত। পরবর্তীতে দুর্বল বোলিং বিভাগ, খারাপ ফিল্ডিং সহ একাধিক ভুল নিয়ে নিউজিল্যান্ডের কাছে হারের মুখে পড়ে মেন ইন ব্লু।