বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ভারত! সিরিজের প্রথম ম্যাচ (India Vs New Zealand) শুরু আগের দিন অর্থাৎ শনিবার অনুশীলন চলাকালীন আচমকা চোট পান টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পন্থ। জানা যাচ্ছে, অনুশীলনের মাঝেই হঠাৎ একটি বল এসে তাঁর কোমরে আঘাত করে। আর তারপরেই কাতরাতে থাকেন পন্থ। এবার সেই চোটের কারণেই কিউই সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান।
পন্থের চোট কতটা গুরুতর?
বিভিন্ন সূত্র মারফত খবর, শনিবার নিউজিল্যান্ড সিরিজের আগে একটি ঐচ্ছিক অনুশীলন ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট করছিলেন পন্থ। এমন সময়ে থ্রোডাউন বিশেষজ্ঞের ছোড়া একটি বল হঠাৎ গিয়ে লাগে পন্থের কোমরের একটু উপরে। তাতেই যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতীয় তারকা। খেলোয়াড়ের অবস্থা দেখে তড়িঘড়ি মাঠে ছুটে আসেন কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট স্টাফরা। মাঠে আসে চিকিৎসক দলও। দীর্ঘক্ষণ ধরে চলে শুশ্রূষা।
মাঠের মাঝে চিকিৎসকদের তৎপরতায় দীর্ঘ শুশ্রূষা পর্ব চললেও যন্ত্রণা কমছিল না পন্থের। শেষ পর্যন্ত তাঁকে স্টেডিয়ামের গ্রাউন্ড বি-র দিকে চলে যেতে দেখা যায়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, চোটের ধরন জানার জন্য ইতিমধ্যেই স্ক্যান করা হয়েছে পন্থের শরীরে। জানা গিয়েছে, তাঁর ডান পেশিতে টান লেগেছে। এবং সে কারণেই তার পেশি ছিড়ে গিয়েছে। যদিও পন্থের চোট কতটা গুরুতর তা নিয়ে মুখ খোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
অবশ্যই পড়ুন: ১ লাখ হয়েছে ২০.৩৬ লাখ, অল্প সময়ে বিনিয়োগকারীদের মালামাল করেছে এই স্টক
নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন পন্থ
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, অনুশীলন ম্যাচে হঠাৎ চোট পাওয়ায়, এই মুহূর্তে খেলোয়াড়কে নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মাঝে চোট যন্ত্রণার কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার। পন্থ সিরিজ থেকে বাদ পড়ায় খুব শীঘ্রই তাঁর বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বোর্ড। দলে ভিড়লেন ধ্রুব জুরেল।
অবশ্যই পড়ুন: হবে সস্তায় ভ্রমণ, হাওড়া-দিল্লি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা রেলের, ভাড়া কত?
উল্লেখ্য, আজ অর্থাৎ রবিবার থেকেই শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি গড়াবে ভদোদরা স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি রয়েছে আগামী 14 জানুয়ারি বুধবার, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। এরপর সিরিজের শেষ অর্থাৎ তৃতীয় ওয়ানডে ম্যাচটি আগামী 18 জানুয়ারি ইন্দোরে হওয়ার কথা। একদিনের সিরিজ শেষ হলেই কিউইদের বিরুদ্ধে t20 সিরিজের যাত্রা শুরু করবে ভারত।