নিউজিল্যান্ডের রেস্তোরাঁয় বিরাট, অনুস্কাকে ঘাড় ধাক্কা! ফাঁস হল আসল কারণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পছন্দের মানুষের সাথে কথা বলতে গিয়ে ঘড়ির কাটার খেয়াল থাকেনা অনেকেরই। সম্প্রতি, সেই একই নিয়মে পড়ে নিউজিল্যান্ডের এক রেস্তোরায় চরম অপমানিত হতে হয়েছিল ভারতীয় মহাতারকা বিরাট কোহলি এবং তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে! জানা যায়, কিউইদের দেশের এক রেস্তোরায় ঘন্টার পর ঘন্টা সময় কাটানোয় বিরুস্কাকে (Virat-Anushka) কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ! এমনই গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় মহিলা তারকা জেমাইমা রদ্রিগেজ।

বিরাট-অনুষ্কাকে নিয়ে গোপন কথা বলে দিলেন রদ্রিগেজ

সম্প্রতি, ম্যাশেবল ইন্ডিয়ার ইউটিউব হান্ডেলে দ্য বোম্বে জার্নির শেষ পর্বে হাজির হয়ে ভারতীয় মহিলা ক্রিকেট তারকা জেমাইমা জানিয়েছিলেন, নিউজিল্যান্ডে ভারতের পুরুষ ও মহিলা দলের সিরিজ একই সময় চলছিল। দুই দলই এক হোটেলেই ছিল। সেই সময়ে বিরাট কোহলির আমন্ত্রণে একটি হোটেলে তাঁর পরামর্শ নিতে যান জেমাইমা। সঙ্গে গেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাও।

নিউজিল্যান্ডের এক হোটেলে বিরাটের সাথে দেখা করার পর তাঁর থেকে ক্রিকেট সম্পর্কিত নানান পরামর্শ নিয়েছিলেন রদ্রিগেজরা। ভারতের মহিলা ক্রিকেটার বলেন, কোহলি ভাই আমাদের বলেছিলেন, ভারতের মহিলা ক্রিকেটকে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তোমাদের মধ্যে। সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। স্মৃতি এবং আমার ব্যাটিংয়ের প্রশংসাও করেছিলেন কোহলি ভাই। আলোচনা চলাকালীন হঠাৎ আমাদের সাথে যুক্ত হন অনুষ্কা। তিনিও সেই হোটেলেই ছিলেন।

এসব কথা বলতে বলতেই হঠাৎ রদ্রিগেজ বলে বসেন, আমরা ক্রিকেট নিয়ে নানান কথা বলতে বলতে ব্যক্তিগত জীবনের কথোপকথনে নেমে আসি। আড্ডাটা পুরো জমে উঠেছিল। এদিকে সময়ের খেয়াল ছিল না। তাঁদের সাথে দেখা করে মনে হচ্ছিল আমরা ছোটবেলার বন্ধু, যাদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। কিন্তু ঠিক সেই সময়েই আমাদের আলোচনা থামাতে হয়। রদ্রিগেজ বলেন, রেস্তোরার কর্মীরা আমাদের বের করে দিয়েছিলেন। প্রায় চার ঘন্টা ধরে আমরা ওখানে ছিলাম। সে কারণেই আমাদের ওরা চলে যেতে বলে। ভারতীয় মহিলা ক্রিকেটারের এমন বক্তব্য প্রকাশে আসতেই হই হই পড়ে গিয়েছে নেট পাড়ায়।

অবশ্যই পড়ুন: বাদ পড়বেন তারকা, পাকিস্তানের বিরুদ্ধে বদলে যাবে টিম ইন্ডিয়া! কেমন হবে প্রথম একাদশ?

প্রসঙ্গত, টি-টোয়েন্টি এবং টেস্ট উভয় ফরম্যাট থেকে অবসর নিয়ে বহুদিন 22 গজের বাইরে বিরাট কোহলি। চিকুকে মাঠে দেখতে হলে আসন্ন অক্টোবরের অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। যদিও শোনা যাচ্ছে, ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে চলতি মাসেই দেখা মিলতে পারে তাঁর। অন্যদিকে সামনেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। ভারতের হয়ে সেই যাত্রায় ইতিহাস তৈরির সুযোগ রয়েছে স্মৃতি মান্ধানা, জেমাইমাদের হাতে।

Leave a Comment