নিউজিল্যান্ড সিরিজে এক-দুই নয়, একসাথে ১০টি বিশ্বরেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি

Virat Kohli To set 10 world record in upcoming Ind Vs Nz one day series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এইতো কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ক্ষমতা দেখানোর পর বিজয় হাজারেতেও নিজেকে প্রমাণ করেছেন ভারতীয় মহাতারকা। এবার নামবেন নিউজিল্যান্ডের চিন্তা বাড়াতে! আগামী, 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ। আর এই আসরেই 10টি নতুন বিশ্বরেকর্ড গড়ার সুযোগ থাকবে কোহলির হাতে।

এক নজরে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজের সূচি

চলতি জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। যার প্রথমটি গড়াবে 11 জানুয়ারি, ভদোদরায়। এরপর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী 14 জানুয়ারি, রাজকোটে। এরপর আসন্ন সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি গড়াবে 18 জানুয়ারি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলবে ভারত। সবমিলিয়ে, ভারত বনাম কিউই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ক্রিকেট ভক্তরা।

নিউজিল্যান্ড সিরিজে 10টি রেকর্ড গড়ার সুযোগ কোহলির

প্রথম, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে 10 রান করার সাথে সাথেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি হয়ে উঠবেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।

দ্বিতীয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি আর মাত্র 25 রান করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 28 হাজার রান করা ব্যাটসম্যান।

তৃতীয়, নিউজিল্যান্ড সিরিজে 73 রান করতে পারলেই বিরাট কোহলি হয়ে উঠবেন কিউইদের বিপক্ষে 3 হাজার রান করা এশিয়ান।

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুরকে IPL থেকে বাদ দেওয়ার বদলা নিল বাংলাদেশ!

চতুর্থ, কোহলি যদি, নিউজিল্যান্ড সিরিজে 94 রান তুলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন কিউই দলের বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার।

পঞ্চম, নিউজিল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠতে কোহলির প্রয়োজন আর মাত্র 42 রান।

ষষ্ঠ, কোহলি যদি নিউজিল্যান্ড সিরিজে 227 রান করে ফেলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন ওয়ানডে ক্রিকেটে তিন নম্বর সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান।

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজে পেয়ে গেল KKR!

সপ্তম, এই সিরিজ থেকে বিরাট যদি 350 রান তুলে ফেলতে পারেন তবে তিনি হয়ে উঠবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান।

অষ্টম, কোহলি যদি এই সিরিজে একটি মাত্র সেঞ্চুরি করেন তবে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার হয়ে উঠবেন।

নবম, নিউজিল্যান্ড সিরিজে 350 রান করলেই ঘরের মাঠে আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে উঠবেন বিরাট।

দশম, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠার জন্য বিরাট কোহলির প্রয়োজন এখন 128 রান। নিউজিল্যান্ড সিরিজে এই কীর্তি সম্ভব।

Leave a Comment